- সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ পুলিশের হেদাজতে
- মহান বিজয় দিবস উপলক্ষে টুইংকেল টটস, উত্তরার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- লিভার রোগীদের জন্য কয়েকটি টিপস
- কমলগঞ্জে মনিপুরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রধান অতিথি সোমা
- ফোর্বসের মতে ,বিশ্বের ক্ষমতাধর ২৯তম নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী
- জলবায়ু সম্মেলনে অর্থায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী
- women’s uprising day observes on December -12.
- দুর্নীতি ও ঘুষের ব্যাপারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
- ব্যাঙ্গালোরে বৈঠক করলেন চিকিৎসা বিজ্ঞানে দুই দেশের দুই মহারথী
- বিএনপি কর্মী মনে করে প্রকাশ্যে ডিএসবির কনস্টেবলকে পেটালেন ওসি আলমগীর
» আজ থেকে বন্ধ থাকা মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর দরজা খুলছে
প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৯ | বুধবার

আজ থেকে বন্ধ থাকা মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর দরজা খুলছে ।
মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি বেগম নাজিয়া শিরিন সধারণ সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেন।
এছাড়া সকলের সম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য সাত সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক জেলা প্রশাসক, সদস্য সচিব এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল। অন্যান্য সদস্যরা হলেন, জেলা পরিষদের সদস্য একজন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, ডা. এ কে জিল্লুল হক, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব ও সৈয়দ শাহেদ আহমদ।
এর আগে শহরের কোর্ট রোডে পাবলিক লাইব্রেরীর সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে নাজিয়া শিরিন এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, বকসি ইকবাল আহমদ, ফয়জুল করিম ময়ূন, মসুদ আহমদ, ডা. এ কে জিল্লুল হক, আব্দুল মতিন, আ স ম সালেহ সোহেল, পুলক কান্তি ধর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যাদের কারণে লাইব্রেরীটি বন্ধ হয়েছে তাঁদের বিষয়ে সতর্ক থাকতে হবে । ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত লাইব্রেরীতে বর্তমানে ১২ হাজার বই রয়েছে। তবে ১৯৭০ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৮৪ সালের ভয়াবহ বন্যার কবলে পড়ে অনেক মূল্যবান বই নষ্ট হয়ে গেছে।
উন্মুক্ত সভায় বক্তারা গঠনতন্ত্রের সংশোধন, লাইব্রেরীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা, ইলেকট্রিসিটি বিল প্রদান, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান, পত্রিকার বিল প্রদান, এসি চালু, লাইব্রেরীর আয়ের উৎস্ বাড়ানোসহ লাইব্রেরী চালু রাখার বিষয়ে মতামত প্রদান করেন ।