- চন্দনকৃষ্ণ পাল এর গুচ্ছ কবিতা
- উদ্বেগ জানালেন তথ্যমন্ত্রী
- রাজধানীতে ভাষা সৈনিক রওশন আরা বাচচুর স্মরণসভা
- তৎপর হয়েছে নির্বাচন কমিশন
- বিএনপি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণ প্রতিহত করবে ঃ তথ্যমন্ত্রী
- প্রশিক্ষিত জনবলের পদায়ন না থাকায় খাদ্যভেজাল নিয়ন্ত্রণে উন্নতি নেই
- ২০ জন ছাত্রীকে সামগ্রী প্রদান করেছে রোটারী ক্লাব অফ ঢাকা জেনারেশন নেক্সট
- সিলেটের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে মেয়র সম্মাননা পদক দেয়া হবে ঃআরিফুল হক চৌধুরী
- গণতন্ত্র মুক্তি দিবস আজ
- প্রতিবন্ধীদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে বলেছেন প্রধানমন্ত্রী
» উচ্চ মাধ্যমিক এ জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন
প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৯ | বুধবার

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার সার্বিকভাবে পাস করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।
দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪৭ হাজার ২৮৬ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন
সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তার সঙ্গে ছিলেন।
বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ১টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন।
দেশের দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।