- একুশে পদক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী
- একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
- শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করবে মৌলভীবাজার জনকল্যাণ সংস্থা
- আবার সম্মাননা পেলেন কামাল আহমেদ
- দায় মুক্তি পেতে পারে না জামায়াত ঃতথ্যমন্ত্রী
- মুহম্মদ খসরু’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী
- শিক্ষামন্ত্রী বলেছেন, বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে
- মনুনদ খনন না হলে আগামী বর্ষায় ১০ ফুট পানিতে তলিয়ে যাবে শহর ও আশপাশের গ্রাম
- নানা কৌশল অবলম্বন করতে পারে জামায়াত : তথ্যমন্ত্রী
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ জন
» একুশের স্বরলিপি
প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০১৯ | শনিবার

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ১লা ফেব্রুয়ারি ২০১৯ “লেজার ভিশন” থেকে প্রকাশিত হলো কামাল আহমেদ এর ১৬ তম একক এ্যালবাম “একুশের স্বরলিপি”। বেলা ৩ টায় “একুশ মানেই অসুন্দর অকল্যানের বিরুদ্ধে” গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়।
একুশের গান নিয়ে কোন শিল্পীর একক এ্যালবাম বাংলাদেশে এটিই প্রথম।
এ এ্যালবামটিতে যে গানগুলো রয়েছে সেগুলো হলো – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি আমার অহংকার, একুশ তুমি লাল পতাকা, আমার ভাষা মাতৃভাষা, একুশ মানেই অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে, মাতৃভাষা রাষ্ট্রভাষা জাতীয়ভাষা বাংলা, মা মাতৃভুমি মাতৃভাষার চেতনা, বাঙালির ইতিহাসে আছে সম্মান, ভাষা শহীদেরা, কথা বললেই তোমাদের কথা মনে পড়ে, মায়ের মতো মাতৃভাষা ও আমার ভাইয়ের প্রাণের বিনিময়ে।
এ এ্যালবামে যাঁদের লেখা গান রয়েছে তাঁরা হলেন – কে জি মোস্তফা, ফজল-এ-খোদা, আজাদ রহমান, শাফাত খৈয়াম, এম.আর. মঞ্জু, মুজাহিদুল হক লেনিন, শ্যামলী মন্ডল ও মোঃ ফয়সাল খান।
এ এ্যালবামে যাঁরা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা হলেন – আজাদ রহমান, আলী হোসেন, শেখ সাদী খান,
মোঃ শাহ নেওয়াজ, মোঃ নজরুল ইসলাম, ইবনে রাজন, মুজাহিদুল হক লেনিন, সৌমিত্র ব্যানার্জী ও মোঃ মাসুদ রানা।
এ্যালবামটির সফ্ট ও হার্ট কপি লেজার ভিশন-লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।
ইতোপূর্বে শিল্পী কামাল আহমেদ এর ১৫ টি এ্যালবাম প্রকাশিত হয়েছে, এ্যালবাম গুলো হলো Ñ
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) ০৫. নিঃশব্দ চরণে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) ০৬. গোধূলি (হারানো দিনের গান) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান)
১২. অধরা (আধুনিক গান) ১৩. গানের তরী (তিন কবির গান) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) ও ১৫. মহাকাব্যের কবি (বঙ্গবন্ধু স্মরণে গান)
সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তাঁর সফলতার পালকে যুক্ত হয়েছে ৬টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার :
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে ॥