- সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ পুলিশের হেদাজতে
- মহান বিজয় দিবস উপলক্ষে টুইংকেল টটস, উত্তরার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- লিভার রোগীদের জন্য কয়েকটি টিপস
- কমলগঞ্জে মনিপুরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রধান অতিথি সোমা
- ফোর্বসের মতে ,বিশ্বের ক্ষমতাধর ২৯তম নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী
- জলবায়ু সম্মেলনে অর্থায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী
- women’s uprising day observes on December -12.
- দুর্নীতি ও ঘুষের ব্যাপারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
- ব্যাঙ্গালোরে বৈঠক করলেন চিকিৎসা বিজ্ঞানে দুই দেশের দুই মহারথী
- বিএনপি কর্মী মনে করে প্রকাশ্যে ডিএসবির কনস্টেবলকে পেটালেন ওসি আলমগীর
» জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাঃ ডিএমপি
প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৯ | বুধবার

অনলাইন ডেস্কঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর, বঙ্গবন্ধু জাদুঘর ও বনানী কবরস্থানসহ রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার ঢাকা মেট্রোলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়ে বলেন, শহীদদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপিসহ সামরিক-বেসামরিক ও কূটনীতিকরা।
তাদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
সকালে ধানমন্ডির ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদশর্ন শেষে তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। প্রত্যেকটি গেটে আর্চওয়ে থাকবে এবং সেখানে সবাইকে তল্লাশি করা হবে।
নির্ধারিত পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, র্যাবের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন। ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেওয়া হবে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। একইভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি সতর্কতা থাকবে।
এদিন নিরাপত্তার অংশ হিসেবে যানবাহন চলাচলে বিশেষ নিদের্শনা দেওয়া হয়েছে।আশা করছি জনগণ পুলিশকে সহযোগিতা করবেন।