- আবাসন ক্যাম্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে রাজধানীতে বিহারীদের মিছিল
- Tea production increases in the country
- অকালে ঝরে পড়া চৌদ্দো মেধাবী নক্ষত্র
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ
- পঞ্চগড়ে শীতের তীব্রতা
- রাষ্ট্রের ৩টি বিভাগ তাদের আইনে পরিচালিত হবে ঃপ্রধানমন্ত্রী
- রাজধানীর মহাসড়কে আগুনে লেগেছে দুটি বাসে
- নেতা উৎপাদনের কারখানা এখন বাংলাদেশ ঃ ওবায়দুল কাদের
- চন্দনকৃষ্ণ পাল এর গুচ্ছ কবিতা
- উদ্বেগ জানালেন তথ্যমন্ত্রী
» জাফলং : নারী শ্রমিকের মৃত্যু যুবলীগের সভাপতি আটক
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৭ | মঙ্গলবার

জাফলং মন্দিরের জুম পাহাড় এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে মাটিচাপায় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং
এলাকায় ভ চলছে পাথর উত্তোলন । তাৎক্ষণিকভাবে পুলিশ পূর্বজাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আটক করে।
১৩ নভেম্বর সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন নিহত চম্পা দাসের (১৭) মা রেখা দাস বাদী হয়ে। মামলায় কোয়ারি মালিক খলিলুর রহমানকে প্রধান আসামি করে তার সহযোগী পূর্বজাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় , দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি দায়ের করেছেন নিহতের মা রেখা দাস। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক পূর্বজাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর সোমবার সকাল ৮টার দিকে জাফলং মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে মাটিচাপায় নিহত হন নারী শ্রমিক চম্পা দাস (১৭)। এ ছাড়া আহত হন আরও ৪ জন।