- ১ দিনেই ৬টি সোনার পদক জুটলো বাংলাদেশের
- বছরশেষে প্রবৃদ্ধি ২০ শতাংশের কাছে পৌঁছে যাবে ঃএনবিআর চেয়ারম্যান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে আজ
- আবাসন ক্যাম্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে রাজধানীতে বিহারীদের মিছিল
- Tea production increases in the country
- অকালে ঝরে পড়া চৌদ্দো মেধাবী নক্ষত্র
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ
- পঞ্চগড়ে শীতের তীব্রতা
- রাষ্ট্রের ৩টি বিভাগ তাদের আইনে পরিচালিত হবে ঃপ্রধানমন্ত্রী
- রাজধানীর মহাসড়কে আগুনে লেগেছে দুটি বাসে
» ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে ৫৩ কোটি টাকার বরাদ্দ
প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৯ | বুধবার

অনলাইন ডেস্কঃ ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে ৫৩ কোটি টাকার থোক বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য বরাদ্দ ১৫ কোটি টাকা। বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়া বাইরের ১০টি সিটি করপোরেশেন পাচ্ছে ৮ কোটি টাকা এবং সব পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ কোটি টাকা। এই অর্থ শুধু এডিস মশাই নয় সব ধরনের মশক নিধনে ব্যবহৃত হবে। মন্ত্রি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশার প্রকোপ বেশি, সে বিবেচনায় ১৬শ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উত্তর সিটি করপোরেশনেও চাহিদা অনুযায়ী নিয়োগ চলছে।
সম্প্রতি কোলকাতা সফর প্রসঙ্গে তিনি বলেন, কোলকাতায় কিভাবে এডিস মশা নিধন করেছে তা তিনি জেনে এসেছেন। সে অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানো হবে। তবে অর্থ বরাদ্দ কিংবা জনবল নিয়োগ দিলেই ডেঙ্গু মুক্ত হবে তা নয়, সবচেয়ে জরুরী মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।