- একই দিনে ঢাকা উত্তর দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচন
- আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যপক কর্ম চাঞ্চল্য
- সাংবাদিকদের কল্যাণের জন্য বহু সংগঠন দরকার ঃবিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন
- জঙ্গিবাদে জড়ানোর কারণ খুঁজতে হবে ঃস্বরাষ্ট্রমন্ত্রী
- এস কে সিনহার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
- ব্যয় বেড়েছে হযরত শহজালাল বিমান বন্দর প্রকল্পের
- অধ্যাপক অজয় রায় ছিলেন আর ১০ জন থেকে আলাদা
- রেমিটেন্স চাঙ্গা করেছে অর্থনীতিকে
- শেখ হাসিনার নির্দেশমতো সরকার চলবে
- মৌলভীবাজারে কালিবাড়িতে বাণিজ্যিক ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
» দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ,উসকানি না কি ধর্মঘট
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৯ | বুধবার

মালিকদের উসকানি না কি জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের ডাকা আকস্মিক ধর্মঘট ! রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআডব্লিইউটিএ-এর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সেলিম বলেন, বুধবার সকাল ৮টার দিকে গ্রিনলাইনের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আর কোনো লঞ্চ সকাল থেকে ছাড়েনি।
তবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের পেছনে মালিকদের উসকানি দেখছে।
ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ১১ দফা দাবিতে ৩০ নভেম্বর থেকে আমাদের ধর্মঘট শুরু করার কর্মসূচি রয়েছে। মালিকদের উসকানিতে তাদের পৃষ্ঠপোষক শ্রমিকরা আমাদের ধর্মঘটকে নষ্ট করার জন্য এই ধর্মঘট ডেকেছে।
অন্যদিকে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সদস্য মোহাম্মদ রিন্টু বলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন বারবার অহেতুক ধর্মঘট ডাকে। তাই আমাদের সভাপতি বিদেশ থেকে এলে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। এখন যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে গত জুলাই মাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।