- চন্দনকৃষ্ণ পাল এর গুচ্ছ কবিতা
- উদ্বেগ জানালেন তথ্যমন্ত্রী
- রাজধানীতে ভাষা সৈনিক রওশন আরা বাচচুর স্মরণসভা
- তৎপর হয়েছে নির্বাচন কমিশন
- বিএনপি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণ প্রতিহত করবে ঃ তথ্যমন্ত্রী
- প্রশিক্ষিত জনবলের পদায়ন না থাকায় খাদ্যভেজাল নিয়ন্ত্রণে উন্নতি নেই
- ২০ জন ছাত্রীকে সামগ্রী প্রদান করেছে রোটারী ক্লাব অফ ঢাকা জেনারেশন নেক্সট
- সিলেটের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে মেয়র সম্মাননা পদক দেয়া হবে ঃআরিফুল হক চৌধুরী
- গণতন্ত্র মুক্তি দিবস আজ
- প্রতিবন্ধীদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে বলেছেন প্রধানমন্ত্রী
» নিবেদন
প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৯ | বুধবার

শিরিন ওসমান।
তুমি দাঁড়াও এই মরুভূমির মাঠে
তুমি হেটে গেলে মায়াময় মরুদ্যান হয়
এ শুধু তোমার জন্যে।
তুমি ঘুরে তাকালে ঠিক আমার মুখামুখি
আমি তোমার দু’চোখে সুরভিত গুল্মলতা দোল খেতে দেখি।
তুমি আমার, শুধু আমার বলে মনে হলো__
তোমাকে আমার বুকে ঝাপটে ধরি।
কিন্তু তুমি চলে যাও ওই আকাশে
যেখানে মেঘ জমে আছে।
গগন ফাটানো চিৎকারে ডাকি, তুমি যেওনা……
কিন্তু হায়, যে যাবার সে চলে যায়।
আমি তোমার মরুদ্যানে রোজ জল দিই
আর ফুলেদের বলি,তোদের কাছে আসে সে ?
ফুলেরা পাপড়ি মেলে, কিছু বলে না।
ক্ষণিকের প্রেম, তুমি সত্য ছাড়া কিছু নও।