- চন্দনকৃষ্ণ পাল এর গুচ্ছ কবিতা
- উদ্বেগ জানালেন তথ্যমন্ত্রী
- রাজধানীতে ভাষা সৈনিক রওশন আরা বাচচুর স্মরণসভা
- তৎপর হয়েছে নির্বাচন কমিশন
- বিএনপি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণ প্রতিহত করবে ঃ তথ্যমন্ত্রী
- প্রশিক্ষিত জনবলের পদায়ন না থাকায় খাদ্যভেজাল নিয়ন্ত্রণে উন্নতি নেই
- ২০ জন ছাত্রীকে সামগ্রী প্রদান করেছে রোটারী ক্লাব অফ ঢাকা জেনারেশন নেক্সট
- সিলেটের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে মেয়র সম্মাননা পদক দেয়া হবে ঃআরিফুল হক চৌধুরী
- গণতন্ত্র মুক্তি দিবস আজ
- প্রতিবন্ধীদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে বলেছেন প্রধানমন্ত্রী
» পর্নো সাইটের ডাটা ট্র্যাক করে ফেসবুক গুগল ওরাকল!
প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৯ | রবিবার

অনলাইন ডেস্কঃ মাইক্রোসফট জানিয়েছে, ফেসবুক, গুগল এবং ওরাকলের মাধ্যমে পর্নো সাইট ব্যবহারকারীদের ডাটা ট্র্যাক ও লিক হচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমসের বরাতে জানা গেছে, মাইক্রোসফটের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে।
গবেষণায় মাইক্রোসফটকে সহযোগিতা করেছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার গবেষকরা। গবেষণায় ২২ হাজার ৪৮৪টি পর্নো সাইটের ডাটা বিশ্লেষণ করে দেখা হয়েছে। এ সময় সাইটগুলোতে প্রচুর সংখ্যক ওয়েব ট্র্যাকার খুঁজে পেয়েছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এই ওয়েব ট্র্যাকারগুলোর ৭৪ শতাংশ গুগলের, ২৪ শতাংশ ওরাকলের এবং ১০ শতাংশ ফেসবুকের। ব্রাউজিংয়ের সময় ইন্টারনেট ব্যবহারকারীরা ইনকগনিটো মোড ব্যবহার করেও শতভাগ সুরক্ষিত থাকেন না, উল্টো থার্ড পার্টি কোডের হাতে পড়েন। আর এই থার্ড পার্টি কোডের সুযোগ নিয়ে প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের গতিবিধিতে নজরদারি চালাতে পারে।
এ প্রসঙ্গে মাইক্রোসফটের গবেষক এলেনা মারিস জানান, বিষয়টি সত্যিই চিন্তা করার মতো। সাধারণত এই প্রক্রিয়ায় অনলাইন রিটেইল কার্যক্রম পরিচালনা করা হয়। তবে বিষয়টি অস্বীকার করে গুগল মুখপাত্র জানিয়েছেন, তারা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে কোনও মার্কেটিং প্রোফাইল তৈরি করেন না।
ওই গুগল প্রতিনিধির ভাষ্য, আমরা অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে এমন সাইটে গুগল অ্যাডস দিই না, পার্সোনালাইজড অ্যাডও দিতে নিষেধ করি এবং ইন্টারনেট ব্যবহারকারীদের যৌন-আগ্রহ বা এ সম্পর্কিত কার্যকলাপের তথ্যের ভিত্তিতে আমরা কোনও বিজ্ঞাপন প্রোফাইল তৈরি করি না।
এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান এ ধরনের বিজ্ঞাপন সমর্থন করে না এবং ফেসবুকের ট্র্যাকিং টুল এ ধরনের কাজে কেউ যাতে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে নজর রাখে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার
এই বিভাগের আরো খবর
- ডাটা সেন্টার ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রণী পদক্ষেপ ঃ প্রধানমন্ত্রী
- সরকারের এখন প্রধান লক্ষ্য, সড়ক ও বিদুৎ ব্যবস্থার উন্নয়ন ঃ পরিকল্পনামন্ত্রী
- ভারতে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে বুলবুল
- তথ্যপ্রযুক্তির মাধ্যমেই বাংলাদেশের পুনরুত্থান ঘটেছে
- ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন ডা.স্বপ্নীল