প্রথম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

প্রথম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ তরুণ সমাজের দক্ষতার মান বিশ্বব্যাপী প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথমবারের মত বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ থেকে ২৭ আগস্ট রাশিয়ার কাজানে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় বাংলাদেশ দুটি ট্রেডে দুই প্রতিযোগী অংশ নেবেন।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএসএ)’র সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০১৯ এর অংশ নিতে সরকারের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনএসডি’র নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন এসব বিষয় অবহিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এনএসডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধি, প্রতিযোগী, টেকনিক্যাল এক্সপাটরাও উপস্থিত ছিলেন।

দেশে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত রাইজিং স্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে দুটো ট্রেডে নির্বাচিত দুই চ্যাম্পিয়ন ফ্যাশন ডিজাইনে নাফিসা সাদাফ আঁচল এবং কনফেকশনারি এ্যান্ড প্যাটিসেরিতে তানজিম তাবাস্‌সুম ইসলাম প্রতিযোগিতায় অংশ নেবেন।