- সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ পুলিশের হেদাজতে
- মহান বিজয় দিবস উপলক্ষে টুইংকেল টটস, উত্তরার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- লিভার রোগীদের জন্য কয়েকটি টিপস
- কমলগঞ্জে মনিপুরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রধান অতিথি সোমা
- ফোর্বসের মতে ,বিশ্বের ক্ষমতাধর ২৯তম নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী
- জলবায়ু সম্মেলনে অর্থায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী
- women’s uprising day observes on December -12.
- দুর্নীতি ও ঘুষের ব্যাপারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
- ব্যাঙ্গালোরে বৈঠক করলেন চিকিৎসা বিজ্ঞানে দুই দেশের দুই মহারথী
- বিএনপি কর্মী মনে করে প্রকাশ্যে ডিএসবির কনস্টেবলকে পেটালেন ওসি আলমগীর
» বস্ত্র রফতানিতে বাংলাদেশ প্রথম হবে:বস্ত্র ও পাটমন্ত্রী
প্রকাশিত: ১৪. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার

রফতানিতে বাংলাদেশের বস্ত্রখাত বিশ্বের শীর্ষে উঠে আসবে বলে আশা করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে বস্ত্র (পোশাক) রফতানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। সরকারের লক্ষ্য, বস্ত্র রফতানিতে বাংলাদেশ যেন প্রথম হয়। আমাদের লক্ষ্য এই খাতটি একদিন শীর্ষে উঠে আসবে।’
আজ বস্ত্র ও পাটমন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী তার প্রত্যাশা ব্যক্ত করেন।
বস্ত্রখাতের উন্নয়নে দেশে ফ্যাশনডিজাইনিং ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ফ্যাশনডিজাইনিংয়ের মানোন্নয়ন ঘটাতে হবে। ডিজাইনিংয়ে আমাদের আরও উন্নত হতে হবে। শুধু দেশি নয়, বিদেশি ফ্যাশনডিজাইনকেও রপ্ত করতেহবে। প্রয়োজনে বিদেশ থেকে ডিজাইনার এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা আমাদের সব স্টেক হোল্ডারদেরকে নিয়েআলোচনা করবো। দ্রুত বস্ত্র আইন-২০১৮ বাস্ত্রবায়ন শুরু হবে । এ আইনের আওতায় বস্ত্র খাতের সকল স্টেক হোল্ডারদের নীতিগত সহায়তা প্রদান করা হবে । বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কর্মযজ্ঞ বাস্তবায়ন করবে সরকার।