- ১ দিনেই ৬টি সোনার পদক জুটলো বাংলাদেশের
- বছরশেষে প্রবৃদ্ধি ২০ শতাংশের কাছে পৌঁছে যাবে ঃএনবিআর চেয়ারম্যান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে আজ
- আবাসন ক্যাম্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে রাজধানীতে বিহারীদের মিছিল
- Tea production increases in the country
- অকালে ঝরে পড়া চৌদ্দো মেধাবী নক্ষত্র
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ
- পঞ্চগড়ে শীতের তীব্রতা
- রাষ্ট্রের ৩টি বিভাগ তাদের আইনে পরিচালিত হবে ঃপ্রধানমন্ত্রী
- রাজধানীর মহাসড়কে আগুনে লেগেছে দুটি বাসে
» মমতার জ্বালা
প্রকাশিত: ০৫. আগস্ট. ২০১৯ | সোমবার

জোহরা রুবী
ক্ষুদ্র এ পথচলায়
ভেসে যাওয়া মেঘের ভেলায়
আনমনে খুঁজিফিরি
কোন এক নক্ষত্র।
আনমনে অবলীলায় ধরা দিয়ে খুনসুটি আমার ‘মা’ টি।
অনাড়ম্বর ভালবাসায় তুলনাহীনা
জলতরঙ্গের ছন্দময় হাসিতে
মুহূর্তেই পৌঁছে যায় কিশোরীর ছায়ায়।
অপরূপ এক যাদুর ঝলকানিতে
ঝলসে ওঠে প্রিয়, অতি চেনা কয়েকটি মুখ।
হৃদয়ের গহীনে বারবার উঁকিঝুঁকি, অনুভবে দেয় বারবার হানা
মমতাময়ীর মমতার জ্বালা।
দরদ মাখা সুমিষ্ট হাসি, লাবণ্যময়ীর উপচে পড়া অনুভূতির টুকরো টুকরো সুখ গলে গলে পড়ে, আচড়ে পড়ে আমাদের চারপাশে, চারদিকে, মনের গহীনে, গহ্বরে।
নীরব ভালবাসায় সিক্ত হয়ে
স্নিগ্ধ মমতায় ভেসে বড়াই দূর বহুদূর।
ক্ষণিকের জন্য থেমে যাই আলতো ছোঁয়ায়, মধুর ভাবনায়।
উড়ে বেড়াই তেপান্তরের মাঠে, নীল সমুদ্রে,গাংচিলের আস্তানায়, ঘাস ফড়িংয়ের সীমানায় বেঁধে নেই
মমতাময়ীর
অতন্দ্র প্রহরীর ন্যায় ভালবাসা।