- দায় মুক্তি পেতে পারে না জামায়াত ঃতথ্যমন্ত্রী
- মুহম্মদ খসরু’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী
- শিক্ষামন্ত্রী বলেছেন, বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে
- মনুনদ খনন না হলে আগামী বর্ষায় ১০ ফুট পানিতে তলিয়ে যাবে শহর ও আশপাশের গ্রাম
- নানা কৌশল অবলম্বন করতে পারে জামায়াত : তথ্যমন্ত্রী
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ জন
- বিদেশে দেশি অনুষ্ঠান শিল্পীদের মূল্যায়ন
- প্রেমের ঘরে সবই ফাঁকা, অন্তর ঘরে আমি একা
- মৌলভীবাজারে সুহৃদ সমাবেশের তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধন
- কে হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব?
» মরমি সংগীতশিল্পী আব্দুল আলীম স্মরণে আলোচনা হবে আজ
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০১৮ | রবিবার

দেশের ইতিহাস,ঐতিহ্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে সতেরো বছরের বেশী দিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)। সময়ের দাবী পূরণে অর্জন করেছে নানা বর্ণময় অভিজ্ঞতা। আমাদের জাতীয় দিবস গুলোতে ভূমিকা রেখেছে নানা অনুষ্ঠান আয়োজন করে। শুরু থেকেই সুস্থ সংস্কৃতি,উন্নয়ন,সমাজ সচেতনতা ‘অসহায় মানুষের পাশ্বে আমরাও দাঁড়াই’ কর্মকান্ডের মাধ্যমে আলোচিত। ‘বাসপ পুরস্কার’ প্রদান ১৯৯৯ সালে অনুষ্ঠানের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হলেও ‘মাতৃভাষা দিবস উদযাপন’ ২০০১,‘কবি বন্দে আলী মিয়া মৃত্যুবার্ষিকী’,‘কবি কায়কোবাদ ৫৬তম মৃত্যুবার্ষিকী’, ‘বিজয় দিবস উদযাপন’২০০৩,‘ডক্টর মহাম্মদ শহীদুল্লাহ্র জন্মবার্ষিকী’ ২০০৪,‘কবি নজরুলের মৃত্যুবার্ষিকী’ ২০০৫,‘আবদুল মান্নান স্মৃতি চারণ’ এছাড়া বিভিন্ন সামাজিক কর্ম কান্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা পেয়ে কাজ করছে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ তথা নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে আসছে সেই ধারাবাহিকতায় মরমি সংগীতশিল্পী আব্দুল আলীম স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ২৩ সেপ্টম্বর ২০১৮,রোজ: রোববার,সময় :বিকেল ৫টা, স্থান : শিশু কল্যাণ মিলনায়তন (তোপখানা রোড,ঢাকা)।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মাগুব মোর্শেদ (সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান)। প্রধান আলোচক: কবি লোকমান হাকিম (সাবেক যুগ্ম সচিব,সংস্থাপনা মন্ত্রনালয়)। সভাপতিত্ব করবেন : কবি রানা হোসেন (চেয়ারম্যান,বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)।