২৯শে জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
শব্দগুচ্ছ কবিতা পুরস্কার ২০১৯ পেলেন পোলিশ কবি ডারিউস টোমাস লাবিয়ডা। ১৬ ডিসেম্বর শব্দগুচ্ছ অফিসে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শব্দগুচ্ছ সম্পাদক ও পুরস্কার কমিটির সমন্বয়ক কবি হাসানআল আব্দুল্লাহ এ পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন, “Dariusz Tomasz Lebioda has contributed some significant poetry to world literature. He is receiving this award for his contribution to Shabdaguchha for the last two years.” এ বছর চার সদস্যের জুরি বোর্ডে ছিলেন কবি স্ট্যানলি এইচ বারকান, অধ্যাপক নিকোলাস বার্ন্স, কবি নাজনীন সীমন ও কবি হাসানআল আব্দুল্লাহ। উল্লেখ্য ২০০১ সাল থেকে শব্দগুচ্ছ পুরস্কার প্রদান করা হয় দু’বছর পর পর। প্রথমে শুধু বাংলাদেশ ও ভারতের কবিদের মধ্যে পুরস্কারটি সীমিত থাকলেও, দু’বছর আগে বৃটিশ কবি পিটার টিবেট জোন্সকে পুরস্কৃত করার মাধ্যমে পুরস্কারটিকে আন্তর্জাতিক বলয়ে নিয়ে আসা হয়। উল্লেখ্য এবছর দশম শব্দগুচ্ছ পুরস্কার ঘোষিত হলো। কবি লাবিয়ডা পাবেন একটি ক্রেস্ট ও দুশ’ ডলারের সম্মানী। বর্তমান পোলিশ কবিতায় একজন উল্লেখযোগ্য কবি লাবিয়ডা। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিরিশের অধিক। আন্তর্জাতি খ্যাতি সম্পন্ন এই কবি নানা দেশের কবিতা উৎসবে নিয়মিত আমন্ত্রিত হয়ে আসছেন। তাঁর কবিতা অনূদিত হয়েছে একাধিক ভাষায়। ডারিউস টোমাস লাবিয়ডা আশির দশকের মাঝামাঝি কর্ম জীবন শুরু করেন হাইস্কুলে শিক্ষকতার মাধ্যমে। পরে তিনি বিডগোসে অবস্থিত কাজিমেয়াজের ভিউলস্কি বিশ্ববিদ্যালয়ে পোলিশ সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন। বর্তমানে নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটি বাফেলো ক্যাম্পাসে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত। তিনি পোলিশ রাইটার্স ইনউনিয়নের বিডগোস শাখার সভাপতি ও ইয়োরোপিয়ান কালচারাল এসোসিয়েসনের সক্রিয় সদস্য। ২০১৪ সালে তিনি ‘রিচার্ড মিচোভেস্কি-ব্রুনো’ আজীবন সাহিত্য সম্মাননায় ভূষিত হন।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
Sumon Suddha
Contact: 01710010218
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com