- সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ পুলিশের হেদাজতে
- মহান বিজয় দিবস উপলক্ষে টুইংকেল টটস, উত্তরার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- লিভার রোগীদের জন্য কয়েকটি টিপস
- কমলগঞ্জে মনিপুরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রধান অতিথি সোমা
- ফোর্বসের মতে ,বিশ্বের ক্ষমতাধর ২৯তম নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী
- জলবায়ু সম্মেলনে অর্থায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী
- women’s uprising day observes on December -12.
- দুর্নীতি ও ঘুষের ব্যাপারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
- ব্যাঙ্গালোরে বৈঠক করলেন চিকিৎসা বিজ্ঞানে দুই দেশের দুই মহারথী
- বিএনপি কর্মী মনে করে প্রকাশ্যে ডিএসবির কনস্টেবলকে পেটালেন ওসি আলমগীর
» শামসুল করিম কয়েসের জন্য শোকসভা
প্রকাশিত: ৩০. জুন. ২০১৯ | রবিবার

বিশিষ্ট ছড়াকার, লেখক ও গবেষক শামসুল করিম কয়েসের মৃত্যুতে
পাক্ষিক ঢালপত্র,ছড়ালোক ও ছড়াকেন্দ্র-সিলেট আয়োজন করে
এক শোকসভার।
শনিবার সন্ধ্যা ৭টায় জিন্দবাজারের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত শোক সভায় সভাপতিত্ব করেন কবি ও দৈনিক উত্তর-পূর্ব প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ।
আলোচনায় অংশগ্রহণ করেন লেখক, গবেষক
ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্রক নন্দলাল শর্মা।
লেখক,গবেষক ও দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক,
কবি ও উপদেষ্টা ছড়ালোক এ এস এম মকবুলুর রহমান ।
কথাসাহিত্যিক জামান মাহবুব ,ছড়াকার মিলু কাসেম, কবি ও সাংবাদিক সালাম মসরুর,নাট্যজন বাবুল আহমদ, কবি ও সম্পাদক ভাস্কর পুলিন রায়। লন্ডন প্রবাসী সমাজসেবী মোমেনা সুরাইয়া খাতুন,কবি দুলাল শর্মা চৌধুরী,পরিতাষ বাবলু,বিমল কর, হরিপদ চন্দ্র,এমরান আহমদ,এম,আহমদ আলী,হীরা শামীম,কামাল আহমদ,সাংবাদিক আবু তালেব মুরাদ, সুমন বনিক,দেলোয়ার হোসেন দিলু,ধ্রুব গৌতম, নওয়াব আলী,মূর্চনা রানী দেবী,ফারজানা রহমান হাবিব,আব্দুল বাতিন ফয়সল,রিজওয়ানুল করিম চৌধুরী সামির,(কয়েস তনয়),মেমিনুল হক নবেল,(কয়েস জামাতা)রনবিজয় চক্রবর্তী, আলাউদ্দিন তালুদার,প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ।