- একই দিনে ঢাকা উত্তর দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচন
- আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যপক কর্ম চাঞ্চল্য
- সাংবাদিকদের কল্যাণের জন্য বহু সংগঠন দরকার ঃবিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন
- জঙ্গিবাদে জড়ানোর কারণ খুঁজতে হবে ঃস্বরাষ্ট্রমন্ত্রী
- এস কে সিনহার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
- ব্যয় বেড়েছে হযরত শহজালাল বিমান বন্দর প্রকল্পের
- অধ্যাপক অজয় রায় ছিলেন আর ১০ জন থেকে আলাদা
- রেমিটেন্স চাঙ্গা করেছে অর্থনীতিকে
- শেখ হাসিনার নির্দেশমতো সরকার চলবে
- মৌলভীবাজারে কালিবাড়িতে বাণিজ্যিক ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
» শ্রীমঙ্গলে রেলের অবৈধ দখল উচ্ছেদ
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৯ | বুধবার

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে রেলওয়ের জমি দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন স্টেশন এলাকার ভানুগাছ রোডের পূর্বপাশ সংলগ্ন ২৮৭ শতক ভূমি রয়েছে।
রেলওয়ে ভূমি দখলে করে বানিজ্যিক প্রতিষ্ঠান থেকে কয়েকশ দোকান ঘর ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিলো অবৈধ দখলদাররা।
বুধবার ২৭ নভেম্বর সকালে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা, মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ, রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহীনির সদস্যদের সাথে নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শহরের ভানুগাছ সড়ক এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান।
এসময় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ পাকা ও টিনের তৈরী স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা, মোহাম্মদ নজরুল ইসলামের বলেন, রেলের সম্পত্তির দখল নিতে এ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এই অভিযান শুরু করা হবে বলে তিনি জানান।