অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে দি-ইউনিভার্সেল একাডেমির পরিচালক শিহাব ও প্রকাশক অলিদ তালুকদারের শোক

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে দি-ইউনিভার্সেল একাডেমির পরিচালক শিহাব ও প্রকাশক অলিদ তালুকদারের শোক

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের অন্যতম জ্ঞান সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল একাডেমির পরিচালক মোঃ শিহাবউদ্দীন ভুঁইয়া ও প্রকাশক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় তারা বলেন, অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষা ক্ষেত্রে বাঙালি জাতির জন্য ছিলেন আশীর্বাদ স্বরুপ। তাঁর মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। কোনো কিছুর বিনিময়েই এই ক্ষতি পূরণ হবার নয়। বাঙালি জাতি তাঁর অবদান চিরকাল স্মরণ রাখবেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জ্ঞানের প্রদীপ বিদ্যাব্রতী পথভূষণ অধ্যাপক ডক্টর ইমেরিটাস আনিসুজ্জামানকে ( সভাপতি বাংলা একাডেমি )
স্বরণীয় করে মনের গহীন কোণে নিস্তব্ধতা নীড়পাতায় স্বরণ:-_________
=অলিদ তালুকদার –__

ঘুম ঘুম নিশি অন্ধকারে আভোগ স্বপ্ন ঘোরে –
প্রভাতের নিশীথিনী নিশিজলে মগ্ন প্রেমে –
আধো আধো নিশিঘোরে উৎসব প্রেমের ঘোরে –
সোহাগিনী প্যাঁচা দু’টি ভেজা কাক নিশির জলে-
রাত- ভোর প্রেম শুষে নিশিভুক অন্ধকারে –
ঢুকে পড়ে কোটরের গহবরে রাতে চোখে -!

হে মহান জ্ঞান সৃজনশীল জ্ঞানের অফুরন্ত ভান্ডার সমৃদ্ধ মহিরুহ জাতীয় শ্রেষ্ট সন্তান আনিসুজ্জামান চলে গেছেন না ফেরার দেশে চিরন্তন চিরতরে। উপলব্ধি করে যাচ্ছি এখন আপনার শুন্যতার পথের বাঁকে বাঁকে মিলিয়ে আর কে আসবে এই যোগ্য অপরিসীম দেশপ্রেম ও জ্ঞান সৃজনশীল প্রকাশনায় আর পাবনা খুঁজে আপনার মতো একজন মহান পন্ডিতকে। আমার বই প্রকাশনা অনুষ্ঠান হবে কিন্তু চলে গেছেন আপনি স্মৃতির অবলোকন দৃশ্য প্রতিচ্ছবি রূপকথাতে। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হবেন না আর আপনি। এখন শুধু মাত্র স্মৃতিতে অস্তিত্বশীল রয়েছে আমার মনের গহীন কোণে নিস্তব্ধতা। মহান আল্লাহ তায়ালা যেন আপনাকে জান্নাত বাসি করেন আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31