অপ্রিয় সত্য

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

অপ্রিয় সত্য


চৌধুরী হাফিজ আহমদ

এখন বিলেতের রাজনীতি স্থবির । যা কিছু ঘটছে এতে সামনে আশার চাইতে নিরাশার খবর বেশী । কোভিড ১৯ এর বাহানায় সবাই ব্যতিব্যস্ত কোটি কোটি পাউন্ড লুট করে সরকার কে চরম বেকায়দায় ফেলে দিচ্ছেন । ফারলু নামে এক স্কিমে মৃত লোকের নামেও ক্লেইম করে টাকা হরিলুট করা হয়েছে । ইতিমধ্যে বেশ কিছু লোক কে কারাগারে পাঠিয়েছে কোর্ট জালিয়াতির কারণে । – সামনে আরও কতজনের জায়গা হবে কারাগারে আল্লাহ মালুম । এই জালিয়াতির হিড়িক বাংলাদেশী সমাজেও চলছে দেদারসে । শঙ্কিত অনেকেই তবু লোভ সামলানো কঠিন । অনেকেই জানে লোভে পাপ এবং পাপে মৃত্যু । কিন্তু মৃত্যু কি আর পারে এই সব সামলাতে ।সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে ৪ জুলাই থেকে খুলে দিয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান । এতে যে শর্ত রাখা হয়েছে তা অনেকের পক্ষে মেনে ব্যবসা করা কঠিন হবে বলেই মনে করছি । আসলে ব্রিটেনের সরকারের বর্তমান অগোছালো অবস্থা সামনের দিনে অব্যাহত থাকলে যে মন্দা ভাব আসবে এতে সমাজের অবস্থা বা পরিস্থিতি আরও নাজুক হতে পারে । এমনিতেই ব্রিটেনে জন জীবন বিপর্যস্ত । চাকু সন্ত্রাসে গাঁজা হিরোইন বা নেশা নষ্ট করছে যুব সমাজকে , মেয়েরা বিয়ে করছে না নির্যাতনের ভয়ে । পড়ালেখায় ধীর গতি – বিজ্ঞজনেরা মতামত দিয়েছেন লাগাম শক্ত করে না ধরলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে ।ব্রিটেন এখন ভুগছে চরম রাজনীতি শুন্যতায় , কার্যকর বিরোধী দল নেতৃত্ব না থাকায় এই শুন্যতার সৃষ্টি , চরম অহংকারে সরকারী দল এমন বেপরোয়া সিদ্ধান্ত নিচ্ছে যা একতরফা ।অবশ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হলে কিছুটা অচলাবস্থা্র কথা বলা হচ্ছিল এখন এর উপরে কভিড ১৯ হাজার হাজার মানুষের মৃত্যু সম্পূর্ণ মতিগতি বদলে দিয়েছে জনগনের , এখন কি করে টিকে থাকা যায় তাই হচ্ছে এক মহা চ্যলেঞ্জ । অবশ্য বিলেতের সকল স্তরের প্রান ফিরে পেতে পেতে বাকি অর্ধেক বছর লাগবে স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় সকল অফিস আদালত খুলতে ও বিলম্ব হচ্ছে এবং এই বিলম্বতা ইচ্ছে করেই করা হচ্ছে নিরাপত্তার নামে – অথচ আদৌ জানেনা কেউ এই বিপদ থেকে কি করে উদ্ধার হওয়া যায় । রেল বা সড়ক আকাশ পথে চলতে এখন যে ঝামেলা হচ্ছে তা যেন আরেক বিপদ – অনেকেকেই হয়ত বিদেশ যাত্রায় আগেরমত এখন আর আগ্রহী হবেনা খরচের চিন্তা আকাশচুম্বী , দ্রব্য মুল্যের বাড়তি ভাব কবে যে নিম্ন গামী হবে তা এখনি বলা মুশকিল । সব কিছু মিলিয়ে পরিস্তিতির উন্নতি অগ্রগতি যেন থমকে আছে কোন এক আলাদিনের চেরাগের আশায় ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930