আগামীকাল শুরু হচ্ছে বিমসটেক চতুর্থ সম্মেলন

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮

আগামীকাল শুরু হচ্ছে বিমসটেক চতুর্থ সম্মেলন

শরীফুল ইসলাম শরীফ

আগামীকাল থেকে শুরু হচ্ছে নেপালের কাঠমাণ্ডুতে চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলন যোগ দেবেন সাত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয়য় বলছে, প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠিত এ সংগঠনকে আরও গতিশীল করাই মূল লক্ষ্য এবারে সম্মেলনের। বঙ্গোপসাগরের নানা অর্থনৈতিক কর্মকান্ড ও সমুদ্রসীমা ব্যবহারের নিয়ে আলোচনা করা হবে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ সামুদ্রিক অর্থনীতি নিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে।

পরিসংখ্যান বলছে, সমগ্র পৃথিবীর মোট বানিজ্যের ৯০ শতংশই হয় সমুদ্র পথ। আন্তর্জাতিক বানিজ্যের রুট, জীববৈচিত্রের প্রাচুর্‍্য আর তলদেশের বিপুল খনিজ সম্পদের কারনে অর্থনীতি এবং ভূরাজনীতির জন্য ক্রমেই আকর্ষনের কেন্দ্রবিন্দুতে রূপ নিচ্ছে বঙ্গোপসাগর। ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে  চারদেশ ত্তথা বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইলেন্ড যাত্রা করলেও বর্তমানে বিমসটেক সাত দেশের সংগঠন। বিমসটেক ৪র্থ এ শীর্ষ সম্মেলনে আলোচনা হতে পারে সাধারন বৈদ্যুতিক সংযোগ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় আসতে পারে সাধারন ঘোষোনা। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে বিমসটেকের এবারের সম্মেলনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31