আজ থেকে চট্টগ্রামে ৩ দিনব্যাপী শিশুসাহিত্য উৎসব

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

আজ থেকে চট্টগ্রামে ৩ দিনব্যাপী  শিশুসাহিত্য উৎসব

শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে তিনদিনব্যাপী ‘ছোটোদের বইমেলা ও ‘শিশুসাহিত্য উৎসব ২০১৯’ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উৎসব উদ্বোধন করবেন ৯ গুণী লেখক : উত্তম সেন, বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, মাহবুবুল হাসান ও অরুণ শীল। সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। আলোচক থাকবেন হাসান মাহমুদ চৌধুরী ও পুলক কান্তি বড়ুয়া। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ছোটদের বইমুখী করতে অভিভাবদের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত। আলোচক থাকবেন সেলিম সোলায়মান, আমিনুর রশীদ কাদেরী, মুহাম্মদ মুসা খান, নেছার আহমদ, কল্যাণ বড়ুয়া, রেজাউল করিম স্বপন, বিচিত্রা সেন, মোহাম্মদ মাজহারুল হক।
পরদিন শুক্রবার সকাল ১০ টায় থাকছে লেখা পাঠ। এতে সভাপতিত্ব করবেন মৃণালিনী চক্রবর্তী। এরপর ‘আমার বই’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মর্জিনা আখতার। আলোচক থাকবেন কেশব জিপসী, সজল দাশ, ওবায়দুল সমীর
ড. সৌরভ শাখাওয়াত, সাঈদুল আরেফীন, ইফতেখার মারুফ, গোফরান উদ্দীন টিটু, আহসানুল হক, আলী আসকর, কবির কাঞ্চন, ইসমাইল জসীম, শিবু কান্তি দাশ, সনজিত দে, বাসুদেব খাস্তগীর, মিলন বনিক, লিটন কুমার চৌধুরী, শামসুদ্দীন শিশির, কাঞ্চনা চক্রবর্ত্তী, ফেরদৌস আরা রীনু, আখতারুল ইসলাম, রুনা তাসমিনা, করুণা আচার্য, পীযূষ কান্তি বড়ুয়া, সাজিব চৌধুরী, হুমায়ুন আবিদ, কাজী মোহাম্মদ শাহজাহান, সুসেন কান্তি দাশ, কানিজ ফাতিমা, সাজেদুল করিম ভূঁইয়া, জুবাইর জসীম, সৈয়দা সেলিমা আক্তার, বিশ্বজিত বড়ুয়া, শাম্মী তুলতুল, নান্টু বড়ুয়া, কুতুবউদ্দিন বখতেয়ার, সাইফুল্লাহ কায়সার, সালাম সৌরভ, মহিউদ্দীন চৌধুরী, তানভীর হাসান বিপ্লব, মুহাম্মদ নোমান লিটন। বিকেল ৪টায় থাকবে লেখাপাঠ। এতে সভাপতিত্ব করবেন দীপালী ভট্টাচার্য। পরে অনুষ্ঠিত হবে ‘ছোটোদের বইয়ের প্রকাশনা : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন কবি সাহিত্যিক অধ্যাপক আবুল মোমেন। মূল প্রবন্ধ পড়বেন ড. আহমেদ মাওলা। আলোচক থাকবেন মোস্তফা হোসেইন, অভীক ওসমান, হাসনাত আমজাদ, স. ম. শামসুল আলম, পাশা মোস্তফা কামাল, কামরুজ্জামান কাজল।
শেষ দিন শনিবার বিকেল ৪টা থাকছে সাহিত্যসেবী সম্মিলন। অধ্যাপক সনজীব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন আমীরুল ইসলাম, আসলাম সানী, আলম তালুকদার, জিন্নাহ চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় শিশুসাহিত্য একাডেমি পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। এতে প্রধান অতিথি থাকবেন প্রাবন্ধিক অধ্যাপক ড. মাহবুবুল হক। আলোচনায় অংশ নেবেন আনজীর লিটন ও জসিম উদ্দিন। এবার পদক পাবেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ, লেখক এয়াকুব সৈয়দ, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, আবুল কালাম বেলাল, রমজান আলী মামুন ও অমিত বড়ুয়া। সবশেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিনাত আজম। আলোচক থাকবেন অজয় দাশগুপ্ত ও সুজন বড়ুয়া।
বিভিন্ন পর্বে লেখা পাঠ করবেন : অনামিকা দত্ত, অনার্য আমিন, অনুপা দেওয়ানজী, অপু চৌধুরী, অভি ওসমান, অভিলাষ মাহমুদ, অর্চ্চনা রাণী আচার্য, অরূপ কুমার বড়–য়া, আকতার হোসাইন, আকাশ আহমেদ, আজহার মাহমুদ, আজিজা রূপা, আনজানা ডালিয়া, আনন্দ মোহন রক্ষিত, আনিস সুজন, আনোয়ারুল হক নূরী, আফরোজা মুক্তা, আমানউদ্দীন আবদুল্লাহ, আয়শা সিদ্দিকা, আয়েশা পারভীন চৌধুরী, আরিফ নজরুল, আরিফ রায়হান, আল জাবিরী, আলোক আজম, ইন্দু বিভা, ইন্দ্রাণী পাঠক, ইমরান পরশ, ইলিয়াস বাবর, ইয়াসমিন ইউসুফ, ইসমত শিল্পী, এন আর নাহার, এম সাইমন, এমিলি মজুমদার, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান, এস এম সাথী বেগম, ওমর ফারুক তানভীর, ওসমান গনি এনু, কবির কাঞ্চন, করবী চৌধুরী, কাজী আনারকলি, কাজী রুনু বিলকিস, কাবেরী আইচ, কুতুবউদ্দিন বখতেয়ার, কোহিনুর আকতার, কৌশিক রেইন, গাজী আবু হানিফ, গৌতম কানুনগো, গৌরী সর্ববিদ্যা, চম্পা চক্রবর্তী, চৌধুরী শাহজাহান, ছন্দা দাশ, ছাইফুল হুদা ছিদ্দিকী, জসিমউদ্দিন খান, জাইদুল ইসলাম দুর্লভ, জায়তুন্নেছা জেবু, জাহিদা সুলতানা, জুবাইর জসীম, জুলিয়া আফরোজ, জেবারুত সাফিনা, টুম্পা ভট্টাচার্য্য, ডা. পরিতোষ বড়ুয়া, ডা. প্রণব কুমার চৌধুরী, ডেইজী মউদুদ, তসলিম খাঁ, তসলিমা খান রোজী, তানজিন তিপিয়া, তাপস চক্রবর্তী, তালুকদার হালিম, তৌফিকুল ইসলাম চৌধুরী, নজরুল জাহান, নাটু বিকাশ বড়–য়া, নান্টুকুমার দাশ, নাসরিন সুলতানা খানম, নাসিমা হক মুক্তা, নাহিদা খানম, নিজামুল ইসলাম সরফী, নিশাত হাসিনা শিরিন, নীলিমা শামীম, নুরুল আমিন সাঁইদরী, নুরুননাহার ডলি, নূরনাহার নিপা, প্রদীপ নন্দী, প্রদ্যোত কুমার বড়–য়া, প্রবীর পাল, প্রিয়াংকা সরকার, ফজল হোসেন, ফারজানা রহমান শিমু, ফারুক হাসান, বদরুন নেসা সাজু, বরুণ কুমার আচার্য বলাই, বাসু দেব নাথ, বিকিরণ বড়–য়া, বিদ্যুৎ কুমার দাশ,বিবেকানন্দ বিশ্বাস, মঈনুদ্দীন শামীম, মণিদীপা দাশ, মর্জিনা হক চৌধুরী পপি, মল্লিকা বড়–য়া, মহুয়া চৌধুরী, মামুন সারওয়ার, মিনতি বড়–য়া, মিনহাজ নজরুল, মিনহাজুল ইসলাম মাসুম, মির্জা মোহাম্মদ আলী, মীর নাজমিন, মুনিয়া মুন, মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল, মুহাম্মদ বাবুল হক বাবর, মেহের আফরোজ, মেহেরুন নেসা রশিদ, মোস্তফা ইমরান সোহেল, মোস্তফা হায়দার, মোহাম্মদ ইমদাদুর রহমান, মো. লোকমানুল আলম, রওশন আরা বিউটি, রঞ্জন বণিক, রতœা বনিক, রফিক আহমদ খান, রফিক তালুকদার, রমজান মাহমুদ, রহমান রনি, রহমান হাবীব, রাজন বড়ুয়া, রাসু বড়ুয়া, রিফাত ফাতিমা তানসি, রুমি চৌধুরী, রূপক কুমার রক্ষিত, রূপম চক্রবর্তী, রেজাউল করিম, রেহেনা মাহমুদ, রোকেয়া হক, লুনা দাশ, শওকত আলী সুজন, শফিক নহোর, শম্পা চক্রবর্ত্তী, শর্মিলা চৌধুরী, শান্তময় দাশ, শামসুজ্জামান সোহাগ, শামীম আরা লুসি, শামীম ফাতেমা মুন্নী, শামীম হাসান, শায়লা রহমান তিথি, শারুদ নিজাম, শিপ্রা দাশ, শিরিন আফরোজ, শিল্পী মাহমুদ, শুকলা আচার্য্য, শুকলাল দাশ, শেখ মঈনুল হক চৌধুরী, শেলীনা আকতার খানম, শ্রাবণী চৌধুরী, সঞ্চয় কুমার দাশ, সরওয়ার আরমান, সরকার বাবলু, সাইকা আলম, সাইমন নজরুল, সাইমন পাশা মামুন, সাঈকা জান্নাত চৌধুরী, সাখাওয়াত হোসেন মজনু, সাজিয়া আফরিন, সাজেদুল করিম ভূঁইয়া, সারওয়াৎ নাজনীন শিবলী, সালমা সুলতানা ফারাবী, সাহাদাত হোসাইন সাহেদ, সাহেলা আবেদীন রীমা, সীমা কুন্ডু, সুপলাল বড়ুয়া, সুপ্রতিম বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, সুভাষ সর্ব্ববিদ্যা, সুরাইয়া জহুর শিরীন, সেলিম তালুকদার আকাশ, সোমা মুৎসুদ্দী, হাবীব সাখাওয়াত, হামীম রায়হান, হাসান আকবর, হৃদয় হাসান বাবু প্রমুখ।
শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৯টা এবং অন্যদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘ছোটোদের বইমেলা’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে নতুন বইয়ের পাঠ উন্মোচন, লেখক আড্ডা প্রভৃতি। মেলায় ৩০% কমিশনে বই বিক্রি হবে। উৎসব উপলক্ষ্যে ‘থাকবো নাকো বদ্ধ ঘরে’ শীর্ষক একটি সংকলন প্রকাশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930