আজ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

আজ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে দলটির প্রতিষ্টা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার চার দশকে সবচেয়ে দুঃসময় পার করছে দলটি। দলের ঐক্য ধরে রাখা, খালেদা জিয়ার মুক্তিসহ, নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবি আদায়ই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

শুরুতে ১৯ দফা কর্মসূচি। এরপর জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠন। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর রমনা রোস্তোরাঁয় ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাংগঠনিক কাঠামো। দেশের ডান ও বাম ঘরানার বুদ্ধিজীবী ও পেশাজীবীদের রাজনীতিতে এনে চমক সৃস্টি করেন তিনি। সৃষ্টি করেন তরুণ নেতৃত্ব। ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যূত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তার নেতৃত্ব তিনবার সরকার গঠন করে দলটি।  ২০০৭ সালের এক/এগারোর বিপর্যয় সামলে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বিএনপি। ২০০৯ সালে জাতীয় নির্বাচনে পরাজয়ের পর ২০১৪-র ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা দলটি এখন সংসদের বাইরে। দুর্নীতির মামলায় কারাগারে চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তি ও সুষ্ঠু ভোটের দাবি এখন দলটির নেতাদের। দুঃসময় কাটিয়ে উঠে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারছে কিনা সেটিই এখন বড় প্রশ্ন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31