আটক ঢাবির শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

আটক ঢাবির শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে পুলিশ

সাদ্দাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটককৃত ছয় শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ই আগস্ট) দুপুরে ঢাবি প্রক্টর গোলাম রাব্বানীর ফোনে তাদের ছেড়ে দেয়া হয়। আটকৃতদের মধ্যে চারজনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এবং অন্য দু’জনকে শাহবাগ থেকে বিক্ষোভরত অবস্থায় আটক করা হয়।

এর আগে ঢাবি শিক্ষার্থীরা আটককৃতদের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে এবং প্রক্টর অফিস ঘেরাও করে। পরে ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী শাহবাগ থানায় ফোন করলে আটককৃতদের ছেড়ে দেয়া হয়।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সোমবার দিবাগত রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে চার শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়। পরে ভোরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তিন শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চার শিক্ষার্থীকে থানায় সোপর্দের তথ্য নিশ্চিত করেন।

এদিকে ওই চার শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সুফি, হল শাখার তিন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম, আশিক আল ফাহাত ও প্রবাল রৌশনী, দুই যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ নির্জন ও মশিউর রহমান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শামিম হোসেইন ও মাহমুদুল হক আরিফের বিরুদ্ধে।

মারধরের শিকার চার শিক্ষার্থী হলেন— পদার্থবিজ্ঞান বিভাগের জোবায়দুল হক রনি, গণিত বিভাগের তারিকুল, প্রাণ রসায়ন বিভাগের মোজাম্মেল ও ওমর ফারুক।

এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দীক সিসিম গণমাধ্যমকে বলেন, ওইভাবে মারা হয়নি কাউকে। শুধু একটু চার্জ করা হয়েছে। ফোনে তাদের গুজবের কিছু ছবি ও তথ্য ছিল।

এর আগে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর শাহবাগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ইট-পাটকেল ছুঁড়ে মারেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31