আবারও ২০০০ মানুষের কাছে মানবিক সহায়তা পৌছে দিলেন তৌফিকা করিম ।

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

আবারও ২০০০ মানুষের কাছে মানবিক সহায়তা পৌছে দিলেন তৌফিকা করিম ।

মহামারী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটময় ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। মধ্যবিত্তরা কোনক্রমে জীবন চালিয়ে নিলেও নিম্ন আয়ের বিশেষত খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষজন আজ বড্ড অসহায়। নভেল করোনা সংকটে সৃষ্ট এই সার্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন কাজ-কর্মহীন তথা আয়-রোজগারহীন শ্রমজীবী মানুষেরা। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের নির্মমতা আর চারপাশের ঘরবন্দি পরিস্থিতি তাদের চোখে মুখে ফুটিয়ে তুলেছে অপার বিষণ্ণতা আর দুর্দশার করুণ চিহ্ন।

এই সব অসহায়, হতদরিদ্র মানুষজনের করুণ দুর্দশায় বরাবরের মতোই মর্মাহত মানবাধিকার ব্যক্তিত্ব ও সূপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিকা করিম, এডভোকেট। মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) এর চেয়ারম্যান তৌফিকা করিম, এডভোকেট দ্বিতীয় ধাপে বিশ্বস্ত প্রতিনিধিগণের মাধ্যমে ঢাকা ও কুমিল্লা মিলিয়ে আরও প্রায় দুই হাজার মানুষের মধ্যে মানবিক সহায়তা পৌছে দেন।

দ্বিতীয় ধাপে বিগত ২২ ও ২৩ মে,২০২০ এলএএইচপি’র মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সংস্থার চেয়ারম্যান তৌফিকা করিম, এডভোকেট ম্যাডামের ব্যবস্থাপনা ও সরাসরি তত্ত্বাবধানে ঢাকার পরিবাগ ওভারব্রীজ সংলগ্ন এলাকা ও তার আশপাশ, ফার্মগেটের ইন্দিরারোড ও খামারবাড়ী এলাকার অসহায় রিক্সাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন এবং মিরপুরের ভাসানটেক বস্তির অসহায় বাসিন্দাদের মধ্যে সরকারী স্বাস্থ্য বিধি মেনে এলএএইচপি’র কর্মকতাবৃন্দ মানবিক সহায়তা পৌছে দেন। এছাড়াও এলএএইচপি’র মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কুমিল্লা শহর ও তার আশেপাশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে তৌফিকা করিমের বিশ্বস্ত প্রতিনিধিবৃন্দ কাজ করেছেন।

দ্বিতীয় ধাপে, আরও দুই হাজার মানুষকে এলএএইচপি’র ত্রান সহায়তা বিতরণ প্রসঙ্গে, তৌফিকা করিম,এডভোকেট জানান,
“সমাজে নানা শ্রেণী-পেশার মানুষ এক সাথে বাস করেন। শ্রমজীবী কিংবা করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোও আমাদের সমাজেরই অংগ। সরকারের লক ডাউন বিধিমালা পালন করতে গিয়ে এই মানুষগুলো আজ কর্মহীন তথা আয় রোজগারহীন। ভীষণ কষ্টে তারা দিনানিপাত করছেন। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীকে সহায়তার আওতাভুক্ত করা সম্ভব নয়। তাই আমাদের সবার উচিৎ, যার যার সাধ্যানুযায়ী, আশে পাশের অসহায় মানুষদের সহযোগীতায় এগিয়ে আসা। সে লক্ষ্যেই আমিও প্রথম ধাপে, দুই হাজার মানুষকে সহায়তা দিয়েছি। দ্বিতীয় ধাপে এখন আবার আমার টিমের সদস্যদের মাধ্যমে আরও এক হাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌছে দিয়েছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারি, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনাই করি। আমার একটু চেষ্টা আর ডেডিকেশন যদি আমাদের আশেপাশের মানুষগুলোকে কিছুটা হলেও স্বস্তি ও স্বাচ্ছন্দ্য দেয়, আমি মনে করি এটাই আমার প্রাপ্তি।”

এলএএইচপি’র মানবিক সহায়তা কার্যক্রম, ঢাকার বিভন্ন লোকেশনের দায়িত্বে থাকা সংস্থার প্রধান সমন্বয়ক অঞ্জন কর জানান, “সংস্থার চেয়ারম্যান তৌফিকা করিম, এডভোকেট ম্যাডামের সরাসরি তত্বাবধানে সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে, কোন প্রকার জনসমাগম সৃষ্টি না করে অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় নাগরিকের মধ্যে মানবিক সহায়তা পৌছে দেবার লক্ষ্যে আমরা কাজ করছি। গত ০৫ ও ০৬ এপ্রিল প্রথম ধাপে কুড়িলের কুড়াতলি, ঘাটপাড় বস্তি ও কাজীবাড়ী বস্তি, ভাসানটেকের দামাল কোট বাজার আদর্শ গলি, ভাটারা থানা সংলগ্ন নতুন বাজার এলাকা, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ও ফার্মগেটের ইন্দিরারোডস্থ দিন মজুর ও রিক্সাচালক এবং বনানী ১১ নাম্বার সব মিলিয়ে মোট দুই হাজার মানুষের মধ্যে এলএএইচপির মানবিক সহায়তা প্রাপ্তি নিশ্চিতে আমরা কাজ করেছি। দ্বিতীয় ধাপে, অর্থাৎ গত ২২ ও ২৩ মে ঢাকার পরিবাগ ওভারব্রীজ সংলগ্ন এলাকা ও তার আশাপাশ, ফার্মগেটের ইন্দিরারোড ও খামারবাড়ী এলাকার অসহায় রিক্সাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন এবং মিরপুরের ভাসানটেক বস্তির অসহায় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা পৌছে দিয়েছি। চেয়ারম্যান ম্যাডামের আরেকটি টিম কুমিল্লা শহর ও তার আশেপাশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তার লক্ষ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। মানবিক সহায়তার প্রতিটি ব্যাগ এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে একটি পরিবার দশদিন স্বাচ্ছ্বন্দ্যে খেতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31