আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে ৮টি এলাকা পুনরুদ্ধার

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে ৮টি এলাকা পুনরুদ্ধার

আর্মেনিয়ার অবৈধ দখলদারিত্ব থেকে আরো ৮টি এলাকা পুনরুদ্ধার করেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বুধবার এই ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন,‘আজারবাইজানের গৌরবান্বিত সামরিক বাহিনী নাগার্নো-কারাবাখের ফুজুলি জেলার গারাদাগলি, খাতুনবুলাগ, গারাকল্লু গ্রাম এবং খোজাবেন্দ জেলার বুলুতান, মালিকজানলি, কামারতুক, তেকে ও তাগাসের গ্রাম আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে পুনরুদ্ধার করেছে। আজারবাইজানের সেনাবাহিনী দীর্ঘজীবি হোক! কারাবাখ আজারবাইজানের!’

এর আগে আর্মেনিয়ার সেনাবাহিনীর দখলদারিত্ব থেকে সেব্রেইল, হাদরুতসহ ৩০টিরও বেশি গ্রাম সেনা অভিযানের মাধ্যমে পুনরুদ্ধারের ঘোষণা দেয় আজারবাইজান।

এদিকে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত আর্মেনিয়ার হামলায় ৪৩জন বেসামরিক আজেরি নাগরিক নিহত হয়েছেন। বুধবারও আর্মেনিয়ার হামলায় এক বেসামরিক আজেরি নাগরিক নিহত হন। পাশাপাশি হামলায় এখন পর্যন্ত ২০৬ জন বেসামরিক আজেরি নাগরিক আহত হয়েছেন। সূত্র : ইয়েনি শাফাক