ঈদের দিনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি জ্যেষ্ঠ নেতারা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৮

ঈদের দিনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি জ্যেষ্ঠ নেতারা

মোহাম্মদ অলিদ সিদ্দীকী তালুকদার ঢাকা:
কারাগারে থাকা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নাজিমউদ্দিন সড়কে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ত্বে জ্যেষ্ঠ নেতাদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় । ফলে দলের সিনিয়র নেতারা দেখা করতে পারেননি কারান্তরিণ চেয়ারপারসনের সাথে।
বুধবার (২২আগষ্ঠ) ঈদের দিন দুপুর ১২টার দিকে ঢাকার নাজিম উদ্দিন সড়কের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগার ফটকের সামনেই যেতে পারেননি দলটির জ্যেষ্ঠ নেতারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দুপুর ১২টার দিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফটকের দিকে যান। এ সময় পুলিশ নাজিমউদ্দিন রোডে তাঁদের আটকে দেয়।
ব্যারিকেডের কাছে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তার কাছে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখান। কিন্তু পুলিশ কর্মকর্তারা জানান, তাঁদের কাছে কারও সাক্ষাতের বিষয় জানা নেই। পরে পুলিশের লোহার ব্যারিকেডের পেছনে আধা ঘণ্টার মতো অবস্থান শেষে বিএনপির নেতারা চলে যান। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফখরুল এমন আচরণের নিন্দা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘জেল কোডে বলা আছে যে ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কেউ দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়। আমরা ১৩ আগস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। আজকে দেখা করতে না দেওয়া দুর্ভাগ্যজনক। আপনারা আজকে ঈদের দিনে আমাদের নেত্রীর সঙ্গে দেখা করতে দিলেন না, সেটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।’ এ সময় তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। দেশে একদলীয় শাসন চলছে।
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের আজকে এখানে আটকিয়ে রাখা হলো। আমাদের যদি জেলগেটে যেতে দেওয়া হতো, কারা কর্তৃপক্ষ বলতে পারত আমরা অনুমতি পাব কি পাব না। এখানে পুলিশ কর্তৃপক্ষ আমাদের রাস্তায় আটকিয়ে দিলেন—এটা দুর্ভাগ্যজনক।
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ঈদের দিন আমাদের দেখা করতে না দিয়ে অবিচার করা হলো।
এ সময় কারাগারের সামনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, তাবিথ আউয়াল, শাহরিন ইসলাম শায়লা, খায়রুন্নাহার, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930