এমপিওভুক্তির আবেদন ৫ আগস্ট হতে শুরু

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৮

এমপিওভুক্তির আবেদন ৫ আগস্ট হতে শুরু

এমপিও-বিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন আগামী ০৫ আগস্ট হতে গ্রহণ করা হবে। ২০ আগস্ট পর্যন্ত এ আবেদন গ্রহন করা হবে। এই সময়ের মধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট অথবা ব্যানবেইসের ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করা যাবে।
হার্ডকপির মাধ্যমে এ সংক্রান্ত কোন আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা তার অধীন দপ্তরে দাখিল করা যাবে না।
প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং এ পদ্ধতিতে নির্দিষ্ট নির্দেশকের ভিত্তিতে এমপিও- প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। এ কার্যক্রমকে কোন প্রকার তদবিরের মাধ্যমে প্রভাবিত করার সুযোগ নাই।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930