এরও অনেকদিন পর

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

এরও অনেকদিন পর


এলিজা আজাদ

অনেকদিন পর কী ভীষণ আলোড়ন তুলে তুমি এলে
চেহারায় হীরকচূর্ণ আভা
চোখ-ঠোঁট-সুঠাম দেহের টানটান উত্তেজনা আমাকে খামচে ধরলো
শুধু তোমার প্রেমিকা হবো বলেই আমি তোমার প্রেমে পড়লাম
হৃদয়ের পুরো অংশটা জুড়ে তখন রাতদিন অঝোর ধারায় বৃষ্টি
একটু চোখের আড়াল হলেই অভিমানী মন হয় আরও অভিমানী
বুকে জেগে ওঠে বেদনার নীল জল
অকারণেই কান্না পায়
অথচ, তুমি মানেই একটা অজানা দীর্ঘ পথ পাড়ি দেয়া

Flag of each country


সে পথে যেতে যেতে হয়তো দেখা হবে অস্বচ্ছ আলোয় কতিপয় অজ্ঞাতনামা মানুষ
যারা আমার আপন নয় কিন্তু,
পিছনের কথাবার্তায় তাদের আনাগোনার পারদর্শিতা একটু বেশি-ই
বুকের ভেতর লুকানো নদীটার জল ঘোলা করতেই তারা ব্যস্ত
তবু ইচ্ছে হয় নদীর জলে সাঁতার কাটুক বুনোহাঁস
ইচ্ছে ঘুঘুর ডানায় বেঁধে দেবো স্বপ্নের পুটুলিটা
একদিন ও উড়তে উড়তে তোমার খু-উ-ব কাছে যাবে
বাঁচতে চাই বলেই প্রেমের হাতছানিতে আমিও পায়ে পায়ে এগিয়ে যাবো
এরও অনেকদিন পর কোনো এক ক্ষণপ্রভা সময়ে তোমার কাছে ঠিক পৌঁছে যাবো।

  • ১ অক্টোবর ২০১৯

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930