কমলগঞ্জে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

কমলগঞ্জে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের এক অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৯মার্চ) দুপুরের দিকে কমলগঞ্জের আদমপুর সহ উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্যপন্যের সাথে অস্বাস্থ্যকর রং ব্যবহার করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা,অতিরিক্ত মূল্য লিখে বিদেশী প্রষাধনী বিক্রি করা, দইয়ের প্লাস্টিকের পাত্রে আলাদা স্টিকার, যেখানে দুইয়ের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ লেখা তা ইচ্ছামত লাগানোসহ বিভিন্ন অপরাধে আদমপুর বাজারে অবস্থিত জননী হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, আদমপুর বাজার ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা, দক্ষিণ চৌমহনীতে অবস্থিত স্বাদকে ৪ হাজার টাকা, উপজেলার চৌমুহনায় অবস্থিত নূরা ফার্মেসীকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় অভিযানে সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া ও কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31