কামাল আহমেদ এর মিউজিক ভিডিও “ভালবেসে সখী নিভৃতে যতনে”

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৯

কামাল আহমেদ এর মিউজিক ভিডিও “ভালবেসে সখী নিভৃতে যতনে”

১৫৮ তম রবীন্দ্র জয়ন্তীতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কামাল আহমেদ এর রবীন্দ্র সঙ্গীতের মিউজিক ভিডিও “ভালবেসে সখী নিভৃতে যতনে” প্রকাশিত হ’ল।আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে রাত ৮টায় লেজার ভিশন এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ প্রকাশনা সম্পন্ন করা হয়।

“ভালবেসে সখী নিভৃতে যতনে” গানটি নেয়া হয়েছে শিল্পী কামাল আহমেদ এর তৃতীয় একক অডিও এ্যালবাম “পথ চাওয়াতেই আনন্দ” হতে। এ এ্যালবামটি লেজার ভিশন হতে প্রকাশিত হয় ২৫ শে বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ, ৮ই মে ২০০৯ খ্রিস্টাব্দ।

ইতোপূর্বে শিল্পী কামাল আহমেদ এর ১৬ টি এ্যালবাম প্রকাশিত হয়েছে, এ্যালবাম গুলো হলো Ñ

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) ০৫. নিঃশব্দ চরণে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) ০৬. গোধূলি (হারানো দিনের গান) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান)
১২. অধরা (আধুনিক গান) ১৩. গানের তরী (তিন কবির গান) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) ১৫. মহাকাব্যের কবি (বঙ্গবন্ধু স্মরণে গান) ও ১৬. একুশের স্বরলিপি (মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান)।

সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তাঁর সফলতার পালকে যুক্ত হয়েছে ৭টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার :

০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়–ক সবার মনে ও মননে ॥

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031