কুমারের জন্ম উপাখ্যান

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০

কুমারের জন্ম উপাখ্যান


সৌগত রাণা কবিয়াল

কুমার যখন আমি ছিলাম..
মানুষ ছিলো নামের শেষাংশে…
ছুরির লাঙ্গল দিয়ে শরীর ক্রমাগত উর্বর ভূমির হলো…

সামান্য কিছু বৈশাখী ঝড়ের শীতল বরফ কুঁচি…
চোখের ভেতরের নটরাজ তখন শিশু মাত্র…
সকালে মুখ গুঁজে দেয়ালের লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ের জন্ম দোষ বুঝতে বুঝতে
প্রকান্ড শব্দে উপড়ে গেলো কাঁসার থালায় আলুভাজি…!

অর্থাৎ এর মানেটা খুঁজতে গিয়ে একসময় দেখলাম
ওরা সবাই প্রচন্ড অমরত্বের পিয়াসী…
মানুষ হারিয়ে গেলো নীল কালির দস্তখতে….!

মেধাবী কাজ ছিলোনা এটা কোনকালেই..
ভেজা পায়ে কখনো যে জোঁক কামড়ে ধরেনি..
তাই রক্তের জমাট চিহ্ন দেখা হলো পৃথিবীর….!

অভিনয় করতে পারাটা একটা শিল্প বটে…
অভিযোগ করাটা অভদ্রতা….!

প্রজন্মের মাথায় হাত দিয়ে এক ভোরে দেখি
আমাতে আর পশুতে কোন পার্থক্য রইলো না…!

এই জন্মের অনেক অপমান হয়ে গেলো প্রিয় ঈশ্বর..
সামনে জন্মে আমায় লাল পিঁপড়ে করে দিও….
তাতে অন্তত বাঁচতে গিয়ে হুল ফোঁটার ধর্মটাতো শিখতে পারবো…!

এবারের চেষ্টায় ব্যার্থ ইলেকট্রন প্রোটন নিউট্রন সাহেব..
আগামীতে শুভকামনা তোমাদের জন্য..
তখন একবার অন্তত সোনালী রোদের মাঠে জীবন্ত পাহারাদার বসিয়ে দিও..!

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31