ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, একদিকে করোনা দুর্যোগ চলছে তার মধ্যে আম্ফপানের আঘাত, এযেন মরার উপর খাড়ার ঘায়ের সামিল।
তিনি বলেন ঘুর্নীঝড়ে উপকূলীয় জেলাসহ জেলায় বাঁধ ভেঙে গিয়ে ও জলোচ্ছাসে প্লাবিত হয়ে লবন পানি ঢুকে মাছের ঘের, বোরো ধান, আমন চাষের জমি ক্ষতি হয়েছে। তার সাথে প্রচ- বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘর-বাড়ি, গাছপালা, রাস্তাঘাট, বাঁধ, গবাদী পশুরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বিবৃতিতে অবিলম্বে নিরপেক্ষভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে, দলীয় পরিচয় বিবেচনা পরিহার করে ক্ষতিগ্রস্ত সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবি জানান। একই সাথে রাস্তঘাট, বাঁধ দ্রুত মেরামতের আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930