ছয় দফা বিরোধীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৯

ছয় দফা বিরোধীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বিরোধীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা ’শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৭ জুনের হরতাল এবং পরবর্তীতে ঊনসত্তরের বিক্ষুব্ধ বাংলার গণবিস্ফোরণ এগারো দফা আন্দোলন।
তিনি বলেন, এগারো দফা ছিল ছয় দফা ভিত্তিক। এরপর নির্বাচন, ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এরমধ্য দিয়ে জাতীয় মুক্তি সংগ্রামের সূচনা হয়।
তিনি বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতাপেয়েছি। আজ আমাদের মুক্তির সংগ্রামের কান্ডারী বঙ্গবন্ধু কন্যাশেখ হাসিনারনেতৃত্বে এগিয়ে যাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930