জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

জাতীয় পরিচয়পত্র  যাচাইয়ের গেটওয়ে উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে ‘পরিচয়’ (www.porichoy.gov. bd) উদ্বোধন করলেন । তিনি আগারগাঁও আইসিটি টাওয়ারে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বক্তব্য রাখেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এটুআই’র পলিসি এডভাইজার আনির চৌধুরীসহ আইসিটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সজীব ওয়াজেদ বলেন, সরকারি সেবাগুলো ডিজিটাইজ করে সহজে এবং দ্রুততম সময়ে জনগণের মাঝে পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সাধারণ নাগরিকদের সহযোগিতা করা, সময় ও অর্থ বাঁচানো ছিল ডিজিটাল বাংলাদেশের ভিশন। তারই একটি অংশ হিসেবে বেসরকারি খাতের সাথে পার্টনারশিপ করে আমাদের আজকের এ সফল উদ্যোগ।
জনগণের তথ্যসমৃদ্ধ একটি জাতীয় ডেটাবেজ তৈরির জন্য নির্বাচন কমিশন এবং আইসিটি বিভাগকে তিনি ধন্যবাদ জানান।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই সরকারি সেবাগুলো মানুষের দ্বারপ্রান্তে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে আইসিটি বিভাগ। তারই বহিঃপ্রকাশ এ ধরনের সেবা।
তিনি ‘পরিচয়’ প্রকল্পকে সফল করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য ‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডেটাবেজের সাথে সংযুক্ত। এটি এমন একটি এপ্লিকেশন প্রোগ্রাম যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থার গ্রাহকদেরকে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিমেষেই সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো ৩/৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না। যে কোনো প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে পরিচয় গেটওয়ে সার্ভারের সাথে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি সনাক্তের ফলাফল সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে। এটি একই সাথে জাল আইডিগুলি সনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিসেবাগুলিকে আরো নিরাপদ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31