জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ: মাশরাফি

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ: মাশরাফি

অনলাইন ডেস্কঃ ‘আজকে আমি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ”, সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি বিন মুর্ত্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ দলের সবচেয়ে সফলতম অধিনায়ক।

পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক নির্বাচনের কথা বলেছেন বিদায়ী অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আমি আশা করব ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে যেন পরবর্তী অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়।’

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক দিন ধরেই সমালোচনা চলছিল। জিম্বাবুয়ে সিরিজের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে বলে সরাসরি জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালেও খেলেছিল বাংলাদেশ দল।তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট ছাড়ছেন না বাংলাদেশ দলের দিন বদলের এই দলপতি।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31