জীবনকে অনুষঙ্গ করেই কবিতা লিখেন সৌমিত্র দেব ঃ কবি কামাল চৌধুরী

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

জীবনকে অনুষঙ্গ করেই কবিতা লিখেন সৌমিত্র দেব ঃ কবি কামাল চৌধুরী

জীবনকে অনুষঙ্গ করেই কবিতা লিখেন সৌমিত্র দেব বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী । তিনি আজ অমর একুশে বই মেলার মঞ্চে সৌমিত্র দেব এর কবিতার বই “অন্তেহরি”র উন্মোচন করতে গিয়ে এ কথা বলেন । তিনি বলেন, সৌমিত্র কবিতার ব্যাকরণ ও প্রকরণ জেনেই কবিতা লিখছেন । ছন্দে তাঁর ভালো দখন আছে । পেশা জীবনের সূচনা থেকেই তাঁকে আমি একজন কিশোর কবি হিসেবে জানতাম । সৃষ্টিশীলতার কারণে তিনি আজ দেশের একজন বিশিষ্ট কবি হিসেবে আবির্ভূত হয়েছেন । ছন্দের গাণিতিক দিক মেনে নিয়েই মনোজাগতিক কবিতা লিখতে হয় । সেখানেই সফল হয়েছেন সৌমিত্র দেব । নতুন কবিতার বইয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাই ।
সেখানে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা আবু সাঈদ খান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের অন্যতম নেতা শরিকুল ইসলাম খান, কবি মোজাফফর বাবু , বাংলাদেশ পোয়েট্রি এসোসিয়েশনের সদস্য কবি নূরেন নাহার সীমা , নাজমুল হেলাল, পলা দেব  প্রমুখ ।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930