জুয়া খেলার সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ লোক :স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

জুয়া খেলার সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ লোক :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন , জুয়া বিষয়ক বঙ্গীয় আইন ১৮৬৭ সালের, সেই আইনটি এখনও বলবৎ রয়েছে। জুয়া খেলার সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ লোক ।

দেশে ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযান চলছে । এরমধ্যে সম্প্রতি ফেইসবুকে ক্যাসিনোর টেবিলের একটি ভিডিও ভাইরাল হয় । অনেকেই দাবি করেছেন, সেখানে নাজমুল হাসান পাপনকে জুয়ার গুটি নাড়াচাড়া করতে দেখা গেছে । স্বরাষ্ট্রমন্ত্রীর মতে , বাংলাদেশে নয়, দেশের বাইরে কোনো জায়গার ক্যাসিনোতে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন লোক রয়েছে কয়েক লাখ।
গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনার বিষয়টি ধরা পড়ে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ যুবলীগ-কৃষক লীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের অনেক নেতার ব্যাংক হিসাব তলব ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- সে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনোর প্রভাবটা কী? একটা অবৈধ ব্যবসা। আমাদের বাংলাদেশের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই। আর বঙ্গীয় আইন ১৮৬৭ সালের, সেই আইনটি এখনও বলবৎ রয়েছে। সেই আইনের সর্বোচ্চ সাজা আপনারা সবাই জানেন। জুয়া আমাদের সংবিধানে নিষিদ্ধ । এজন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি।
কে খেলল কে কী করল, এই রকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পেছনে দৌড়াতে হবে। একজন দুজন তো খেলে না, এই রকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31