ট্রেন

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

ট্রেন


শিহাব শাহরিয়ার

বাসন্তীপুর এক্সপ্রেস-সেই ঘুম ঘুম শন্ শন্ ট্রেনযাত্রা
সেই আঁধার রাত-কার যেন হাত মিশে যায় অচেনা কাঁধে
মনে পড়ে-মজাপুকুর, মই-দড়ি-গোল্লাছুট, পাতাবাহারের
পাঁচমিশালি, রামধনু-বিকেল, হলুদ ফড়িঙগুলো মরে আছে
সুইয়ের ছিদ্র দিয়ে দেখা যায়-ঝিকঝিক ট্রেন-শব্দ, আহ্লাদ
পিঁপড়ার চোখের ভিতর ফুটে থাকে কাশফুল, বালুচর, ভেলুয়া
নদী; নদীর ঢেউ-রং, লাল-ঘোমটার ভিতর কিশোরী নাকফুল

সেই অচেনা-লাঙল-বাহিত মাটিজীবন। বাসন্তীপুরকে চিনবার
কথা নয় তোমার; ওখানে দড়ি-মই, মজাপুকুর, নাকফুল, নদী
সব বিষণ্ন সন্ধ্যার মতো মিশে যায় নাসিকার ঘুম-ছিদ্রের ভিতর
এক্সপ্রেস ট্রেন চলে যায় প্রতি ধূলি-সন্ধ্যায়, নীল ওড়না উড়িয়ে
১২/৪/২০১৯
মিরপুর, ঢাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31