ঢাকায় শুরু হলো ফেমবোসা নবম সম্মেলন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮

ঢাকায় শুরু হলো ফেমবোসা নবম সম্মেলন
রেড টাইমস ডেস্কঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয়ে গঠিত সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) নবম সম্মেলন শুরু হয়েছে। রাজধানী ঢাকায় দু’দিনব্যাপী চলবে এই সম্মেলন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ২০১০ সালে ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের এক সম্মেলনের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ফেমবোসার যাত্রা শুরু হয়। বুধবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন।এতে সভাপতিত্ব করছেন ফেমবোসার বর্তমান চেয়ারম্যান ও আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান গুলাজান আবদুল বাদি সায়েদ। সম্মেলনে ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নির্বাচন কমিশন প্রতিনিধিরা অংশ নেন। তবে নিজ দেশে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেননি। তবে দেশ দুটির বাংলাদেশ কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ১ম সাধারণ অধিবেশনে ফেমবোসার বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নিকট ফেমবোসার চেয়ারম্যানশিপ হস্তান্তর করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সাধারণ ও আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে অংশগ্রহণকারীরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন