তাদের দোরগোড়ায় আজ গিয়েছিলাম স্বাস্থ্যসেবা নিয়ে

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

তাদের দোরগোড়ায় আজ গিয়েছিলাম স্বাস্থ্যসেবা নিয়ে

বিনেন্দু ভৌমিক
টানা কয়েকদিনের ভারী বর্ষণে শেরপুরের কুশিয়ারা নদীর পাড় উপচে, ফাটল ধরে— হুহু করে পানি ঢুকছে হামরকোনা, চানপুরের লাগোয়া এলাকায়। বানভাসি মানুষেরা স্থানীয় মাদ্রাসা ও দাউদপুর প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হতে শুরু করেছেন। আমরা আজ একটা বড়সড় মেডিকেল টিম নিয়ে গিয়েছিলাম স্বাস্থ্য শিক্ষা ও প্রয়োজনীয় ঔষধাদি দেওয়ার জন্য।

পথিমধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় ও ইউএনও সাহেবের সঙ্গেও দেখা হলো। তাঁরাও গিয়েছেন বন্যার্ত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য।

প্রণতি ত্রিবেদী’র নেতৃত্বে কনকপুর ইউনিয়নে, আছিয়া বেগম ও আব্দুল হাফিজ -এর সহযোগিতায় একটি দল মনুমুখে এবং সেলিম মালিক-এর তত্ত্বাবধানে চাঁদনীঘাট ইউনিয়নের বাঁধ এলাকায় আমাদের আরো তিনটি টিম কাজ করছে যুগপৎভাবে।

আজ আমাদের ‘সবুজ সাথী’ নিয়ে আমরা গিয়েছিলাম চাঁদনীঘাট ইউনিয়নে। বাঁধের ভেতরে যারা থাকতেন, তারা এখন পানিবন্দী। অপেক্ষাকৃত সচ্ছলরা চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে। যারা রয়ে গেছেন, আমরা তাদের দোরগোড়ায় আজ গিয়েছিলাম স্বাস্থ্যসেবা নিয়ে।

আজ আরো ৪টি ইউনিয়নে আমাদের আরো ৪টি টিম কাজ করেছে যথারীতি।

লেখক ঃ উপজেলা সবাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31