তারুণ্যের উচ্ছ্বাসের একযুগে পদার্পন

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

তারুণ্যের উচ্ছ্বাসের একযুগে পদার্পন

তারুণ্যের উচ্ছ্বাসের একযুগে পদার্পন
শিল্পকলায় সুহৃদ সম্মিলনে সংস্কৃতিকর্মীদের মিলনমেলা

সমৃদ্ধ পথচলার একযুগে পদার্পণ করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। এ উপলক্ষে গতকাল ৯ মার্চ শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় জন্মদিনে সুহৃদ সম্মিলন ও আনন্দ আড্ডা। স্মৃতিচারণ, কথামালা. জন্মদিন উদ্যাপন, গান কবিতায় আনন্দ আড্ডা এবং সুহৃদ সম্মিলনোর মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয় দিনটি।

বিকাল সাড়ে ৫ টায় সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়–য়ার স্বাগত কথামালার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর সন্ধ্যার আয়োজন জন্মদিনে সুহৃদ সম্মিলনে চট্টগ্রামের বরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী, নাট্যজনসহ প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের নেত্ববৃন্দের অংশগ্রহণে সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

এসময় তারুণ্যের উচ্ছ্বাসের সমৃদ্ধ অতীতের কথা উল্লেখ করে এবং আগামী দিনগুলোর জন্যে শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন শহীদজায়া বেগম মুশতারী শফি, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা: একিউএম সিরাজুল ইষলাম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু দে, বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, অধ্যাপক হোসাইন কবির, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, কবি কামরুল হাসান বাদল, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সংস্কৃতিজন দেওয়ান মাকসুদ, দেবাশীষ রায়, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোসলেম উদ্দীন শিকদার, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক মশরুর হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উচ্চারকের ফারুক তাহের, দৃষ্টির সাইফ চৌধুরী, সংগীতশিল্পী শাহরীয়ার খালেদ, শান্তা গুহ, কান্তা দে, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল, কবি আকতার হোসাইনফারহানা আনন্দময়ী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নির্বাহী সদস্য শহীদুল করিম নিন্টু, স্বপ্নযাত্রীর আলী প্রয়াস, ছড়াকার সংসদের সাধারণ সম্পাদক আফম মোদাচ্ছের আলী, বোধনের সহ সভাপতি প্রণব চৌধুরী, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সুজয় দে, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শিহাব জিসান অনিক, স্বদেশ আবৃত্তি সংগঠনের সেলিম ভূইয়া, সাংস্কৃতিক সংগঠক মো: নোমান লিটন, এডভোকেট প্রতীক কুমার দেব, আবৃত্তিশিল্পী রিয়াজুল কবির, সেলিম রেজা সাগর, অনির্বান চৌধুরী, সঙ্গীতশিল্পী শৈবাল, আসিফ ইকবালসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও বিশিষ্ট সংস্কৃতিজনেরা।

এসময় পেশাজীবী সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, অভ্যুদয় সঙ্গীত অঙ্গণ, সঙ্গীততীর্থ, সমাজ সমীক্ষা সংঘ, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, কন্ঠনীড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, মুক্তধ্বনি আবৃত্তি সংগঠন, স্বপ্নযাত্রী, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, দৃষ্টি চট্টগ্রাম, প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র, একুশ আবৃত্তি সংগঠন এবং স্বদেশ আবৃত্তি সংগঠনের বন্ধুরা তারুণ্যের উচ্ছ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সবশেষ কেকে কেটে গান কবিতায় আনন্দ আড্ডার মধ্য দিয়ে সুহৃদ সম্মিলনের সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31