তৈয়ব আলী খলিফা আর নেই

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

তৈয়ব আলী খলিফা আর নেই

মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড এলাকার প্রবীণ ব্যবসায়ী ও মৌলভীবাজার শহরের অত্যন্ত সজ্জন ব্যক্তি,পোশাক কারিগর মোঃ তৈয়ব আলী খলিফা আর নেই । তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক কামরুল হাসান ও মৌলভীবাজার সাব-রেজিষ্টারী অফিসের ডিড রাইটার খায়রুল ইসলামের পিতা । মোঃ তৈয়ব আলী গুরুতর অসুস্থ হয়ে সিলেট আল হারামাইন হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২৩শে জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বর্ষিজোড়া নিবাসী
প্রয়াত তৈয়ব আলী ষাটের দশকের শেষ দিকে মহকুমা শহর মৌলভীবাজারে ‘হেলাল টেইলার্স’ নামের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পোশাক তৈরী ব্যবসায় আত্মনিয়োগ করেন ।তার পৈতৃক নিবাস ছিল সিলেটের বিয়ানিবাজারে । মৌলভীবাজার শহরের সে সময়ের সকল সংস্কৃতিমনা রাজনৈতিক নেতা-কর্মীদের পছন্দসই পোষাক তৈরীর তিনিই ছিলেন সজ্জন কারিগর। স্বাধীনতা পরবর্তী সময়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের জমির মালিকানা হস্তান্তর হয়ে গেলে জীবন সায়াহ্নে আহমদ ম্যানসনের ৩য় তলায় ‘নিসা টেইলার্স’ নামের প্রতিষ্ঠান স্থাপন করে সেখানেই কাজে নিয়োজিত ছিলেন। প্রথম জীবনে তিনি আসামের ডিব্রুগড়ে পোশাক কারিগর হিসেবে কর্মজীবনের শুরু করেছিলেন। সাংবাদিকদের সঙ্গেও ছিল তার মধুর সম্পর্ক ।
আমরা রেডটাইমসের পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি ।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল ২৪শে জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় বর্শিজোড়ায় তার নিজ বাড়িতে এবং বাদ জোহর মৌলভীবাজার পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় শরিক হওয়ার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31