নবীগঞ্জের আউশকান্দিতে হচ্ছে জালালাবাদ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

নবীগঞ্জের আউশকান্দিতে হচ্ছে জালালাবাদ বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় নতুন জালালাবাদ বিশ্বদ্যিালয় স্থাপন করার কার্যক্রম শুরু হচ্ছে। বর্তমানে আউশকান্দি বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে পাঠদানসহ অফিসিয়াল কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি মাসে। সেই প্রস্তুতি শুরু করেছেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।

গতকাল জালালাবাদ এসোসিয়েশন সুত্রে এ খবর জানা গেছে। প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত জালালাবাদ বিশ্ববিদ্যালয় উপদেষ্টা কমিটি ও জালালাবাদ বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন কমিটর যৌথ সভা গতকাল বুধবার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হয় । জালালাবাদ এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরের পাহাড়ি এলাকায় জালালাবাদ সাইন্স, টেকনোলজি ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এক সভা অনুষ্ঠিত হয় । জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি সাবেক অর্থমন্ত্রী এমএ মুহিতকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রথম চেয়ারম্যান করার জন্য প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। ড. জামিলুর রেজা চৌধুরী ও ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় স্থাপনের টেকনিক্যাল বিষয়ের কাজ হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবকে অর্থমন্ত্রী এম এ মুহিত , সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ভূমি দাতা অধ্যাপক সালমা মুকুল ভূমি দাতা আতাউর রহমান আতা, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আব্দুল কাদির মাহমুদ, সি এম দেলোয়ার রানা, সৈয়দ জগলুল পাশা, সচিব জালাল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, আকবর হোসেন মঞ্জু, চৌধুরী ফুয়াদ আহমেদ, মো. আমিনুল বর চৌধুরী, মাহমুদা আকতার মীনা, সৈয়দ মোশতাক আহমদ, মো. এহছান এলাহি, জাফর রাজা চৌধুরী, শাহাবুদ্দিন শুভ, মো. শফিকুল ইসলাম প্রমুখ। জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালেয়র জমি পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সাধারণ সম্পাদক এড জসিম উদ্দিন আহমদ আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। জালালাবাদ এসোসিয়েশন এর সহ সভাপতি জালাল আহমেদ জানান, আমরা আগামী বছর প্রথমে দিকে বিশ্ব বিদ্যালয়ের কার্যক্রম শুরুর চেষ্টা করছি।বর্তমানে আউশকান্দি বাজারের একটি কমিউনিটি সেন্টারে অফিসিয়ালভাবে কার্যক্রম শুরু হবে। পরবর্তী স্থায়ীভাবে স্থানান্তর করা হবে।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31