‘পরিস্থিতি অনুকূলে থাকলে’ শনিবার থেকে ফের গাড়ি চলবে

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

‘পরিস্থিতি অনুকূলে থাকলে’ শনিবার থেকে ফের গাড়ি চলবে

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, অঘোষিত ধর্মঘটে থাকা পরিবহন মালিক-শ্রমিকরা ‘পরিস্থিতি অনুকূলে থাকলে’ শনিবার থেকে ফের গাড়ি চালানো শুরু করবে ।

দেশের সড়ক পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠনের এই নেতা শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সামনে কাল থেকে বাস চলবে বলে আশার কথা শোনান ।

বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা পরিবহন মালিক-শ্রমিকরা কয়েকদিন ধরে ঢাকাসহ দেশজুড়ে বাস চলাচল বন্ধ রাখেন । এতে দুর্ভোগের মধ্যে পড়েছে নগরবাসী ।

শাজাহান বলেন, “আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবে।

গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে বেশ কিছু গাড়ি ভাঙচুর হয় । সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান।

কোনো কর্মসূচি ডাকা না হলেও বাস মালিকরা বলছেন, সড়কে ভাঙচুরের কারণে পরিবহন শ্রমিকরা বাস চালাতে চাইছেন না। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন।

ধর্মঘট নয়, নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ রয়েছে দাবি করে নৌমন্ত্রী বলেন, “চালকদের বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে। সে কারণেই মালিক এবং শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।”

বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিবের আত্মার মাগফিরাত কামনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন নৌমন্ত্রী।

সেখানে শাজাহান খান জানান, তার ভাই ও শুভাকাঙ্খীরা মিলে নিহত দুইজনের পরিবারকে ৫ লাখ করে দশ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31