পেঁয়াজ ও রসুনের ঝাঁজ বেড়েছে

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

পেঁয়াজ ও রসুনের  ঝাঁজ  বেড়েছে

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল । তবে পেঁয়াজ ও রসুনের ঝাঁজ বেড়েছে। গত সপ্তাহের চেয়ে পেয়াজ ও রসুনের দাম কেজিপ্রতি অন্তত ১০ টাকা বেড়েছে।
শুক্রবার রাজধানীর মিরপুর এলাকার একাধিক কাঁচাবাজার ও কারওয়ান বাজার এই চিত্র পাওয়া গেছে ।

মিরপুরের বড়বাগ কাচাবাজারে আল মদিনা জেনারেল স্টোরের দোকানি আনোয়ার হোসেন বলেন, পেঁয়াজের দাম গত সপ্তাহে ৩০ টাকায় নামলেও এখন আবার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুনের দাম প্রতি কেজি একশ টাকা, যা গত সপ্তাহে বড়বাগ বাজারে বিক্রি হয়েছিল ৯০ টাকায়।

পেঁয়াজ রসুনের দামের ক্ষেত্রে কারওয়ান বাজারেও একই চিত্র পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির হিসাবেও ৫ এপ্রিল দেশি পেঁয়াজের কেজি ৩০ থেকে ৪০ টাকা ।

কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রেতারা বলেন, সপ্তাহ আগে দেশি পেঁয়াজের দাম কমে প্রতি পাল্লা (৫ কেজি) ১২০ টাকায় নেমেছিল। এখন তা আবার ১৬০ টাকায় উঠেছে।

মিরপুরের বড়বাগ বাজারে পটল ৫০ টাকা, গাজর ২০ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ ৩০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, শসা ৪০ টাকা, আলু ১৫ টাকা, টমেটো ২০ টাকা, করলা ৪০ টাকায় প্রতি কেজি বিক্রি করছেন দোকানিরা।

এই বাজারে কাচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকায়। তবে কারওয়ান বাজারে কাচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকায়।

এছাড়া ঢেঁড়শ ৩৫ টাকায়, পটল ৪০ টাকায়, করলা ৩০ থেকে ৪০ টাকায়, সজনা ৬০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে।

নদী-নালা, খাল-বিলে পানি কমতে শুরু করায় বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে মাছের দামও রয়েছে বেশ স্থিতিশীল। তবে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম কিছুটা বেড়েছে।

বড়বাগ বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৫০ টাকা আর কারওয়ান বাজারে ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম গত ১৫ দিনে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে বলে বিক্রেতারা দাবি করেছেন।

ফার্মের মুরগির ডিমের ডজন (১২টি) এখন ৮০ টাকা। এক সপ্তাহ আগেও ডিমের দাম ছিল ডজন মাত্র ৭০ টাকা।

বড়বাগ কাচাবাজারে কেনাকাটা করতে আসা শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ে অভিযোগ আপত্তি তোলার মতো কিছু নেই। এই অবস্থা যেন অব্যাহত থাকে সেটাই মানুষের চাওয়া।

কয়েক বছর আগে পহেলা বৈশাখ কাছাকাছি আসলে ইলিশ মাছের দাম সীমা ছাড়া বেড়ে যেতো। আজকে তো ৭০০ টাকা কেজিতে ইলিশ কিনতে পেরেছি।

মিরপুরের বড়বাগে মাছের বাজারে গিয়ে দেখা যায়, তেলাপিয়া ১০০ টাকা, ছোট আকারের রুই-কাতল ১৬০ টাকা, মৃগেল ২০০ টাকা, পোয়া মাছ ও বাইলা মাছ ২০০ টাকা, ছোট আকারের পাবদা ৩০০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930