প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১৫৩ কোটি টাকার সরঞ্জাম ক্রয় করছে সরকার

প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১৫৩ কোটি টাকার সরঞ্জাম ক্রয় করছে সরকার

সোমবার সংসদে তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫৩ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে রেসকিউ ভেহিকেল পিকআপ, রিচার্জেবল সার্চ লাইট, ফোল্ডেবল স্ট্রেচার, বডিগার্ড, ফেস/ গ্যাসমাক্স, রেসকিউ ইক্যুইপমেন্ট ফর ভলান্টিয়ার্স ও সার্চ ক্যামেরা কেনার কার্যক্রম শেষ হয়েছে। আরো আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ডিপিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, ভূমিকম্পে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সরকার ১৫৩ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকার সরঞ্জাম ক্রয়ের কার্যক্রম সম্পন্ন করেছে।

মোফাজ্জল হোসেন চৌধুর মায়া বলেন, ভূমিকম্প পরবর্তী ধ্বংসাবশেষ সরানোর জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটির জন্য পৃথক ডেবরিস ম্যানেজমেন্ট প্ল্যান এবং ডেবরিস ম্যানেজমেন্ট গাইড লাইন্স তৈরির কাজ প্রায় শেষ।

মন্ত্রী বলেন, ভূমিকম্প থেকে রক্ষায় সরকার ইতোমধ্যে উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য প্রায় ৬৩ কোটি টাকার ফর্ক লিফ্ট, পাইলট ট্রান্সপোর্টটার, এক্সক্যাভেটর, হুইল ডোজার, ক্রেন, মোবাইল লাইট ইউনিট ইত্যাদি অধুনিক যন্ত্রপাতি ক্রয় করে সংশ্লিষ্ট ব্যবহারকারী সংস্থা (সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিটি কর্পোরেশন, কোস্ট গার্ড ইত্যাদি) এর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার অভিযানে অংশ নেবার জন্য ৬২ হাজার আরবান সার্চ এন্ড রেসকিউ ভলান্টিয়ার তৈরির পরিকল্পণা সরকারের প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31