বই মেলায় কামরুজ্জামানের উপন্যাস ‘অভিবাসী’

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

বই মেলায় কামরুজ্জামানের উপন্যাস ‘অভিবাসী’

মোঃ অলিদ সিদ্দিকী তালুকদার:
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কামরুজ্জামানের
উপন্যাস ‘অভিবাসী’। একজন পরবাসী
মানুষের জীবনযুদ্ধকে উপজীব্য করে লেখা
উপন্যাস।
কামরুজ্জামান চট্টগ্রামের পাহাড়তলীতে
১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩/৮৪ সালে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে
হিসাববিজ্ঞানে মাস্টার্স পাশ করার পর
উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানিতে যান।
১৯৯৬ সাল থেকে বাংলাদেশের প্রাক
প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা শুরু
করেন। ২০০৪ সালে তিনি বাংলাদেশ এবং লন্ডনের (বাংলা) প্রাক প্রাথমিক শিক্ষাকে সমৃদ্ধ করেন । তার রচিত শিশু পাঠ্যবই সমুহ, চারখন্ডে আদর্শ বাংলা – ২, চারখন্ডে এসো লেখা শিখি – ৩, তিনখন্ডে ইজি ইংরেজি – ৪, তিনখন্ডে বেটার হ্যান্ডারাইটিং – ৫, চারখন্ডে আধুনিক শিশু গণিত – ৬, দুইখন্ডে আধুনিক শিশু বিজ্ঞান – ৭, আদর্শ বাংলার ছড়া গল্প – ৮, মজার মজার ছবি আঁকি সহ অত্যন্ত মুল্যবান বই গুলো প্রকাশিত হয় ।
২০১১ সালে শিশু শিক্ষায় বিশেষ অবদান
রাখার জন্য ড. মহম্মদ শহীদুল্লাহ এবং
মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন।
তিনি আশা করেন তার এই বইটি পড়ে
পাঠক প্রবাসজীবনের সুখ, দুঃখ, হাসি,
কান্না, সংগ্রামকে খুব সহজে উপলব্ধি
করতে পারবেন।
উল্লেখ্য, গ্রন্থমেলায় ‘অভিবাসী’
উপন্যাসটি পাওয়া যাবে দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল একাডেমির ৫৫৩-৫৫৪-৫৫৫ নং স্টলে সোহরাওয়ার্দী মাঠ।

অন্যদিকে তিনি জার্মানিতে বাংলা মুদ্রণের উদ্যোক্তা । ইউরোপে বাঙালী শিশুদের বাংলা শিক্ষার বিকাশে ভিডিও পদ্ধতিতে বাংলা শিক্ষার বিশেষ প্রোগ্রামও রচনা করেন । ছাত্র জীবনে ‘ অধিকার ‘ এবং ‘ বিদ্রোহী বর্ণ ‘ নামে সাহিত্য পত্রিকা এবং জার্মানিতে ‘ নিম্বন ‘ এবং ‘ মাসিক বাঙলা ‘ নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন । বর্তমানে তিনি জার্মানিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্প নামে একটি সাহায্য সংস্থার ব্যবস্থাপক পরিচালকের দায়িত্ব পালন করছেন । এছাড়াও তিনি বহু উপন্যাস, কাব্য ও প্রবন্ধ রচনা করেছেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930