বাঁধন

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৮

বাঁধন

শাহানা সিরাজী

নাগরিক সভা ডেকে বলে দেবো হে,
রাস্তায় কেন দাঁড়াও,কেন দাও উঁকি
মনোযোগ লুটে নিয়ে কেন পালাও
গার্বেজ পড়ে থাকি চাপা খেয়ে গাড়ি!

রক্ত লাল না হলুদ পরখ করো চুপে
নাকে নিয়ে দেখো ঘ্রাণ চেনো নাকি
চেনা অচেনায় মিলেমিশে স্বপ্ন দেখো
তবে ভালোবাসা শুভংকরের ফাঁকি!

এখানেই অগ্ন্যুৎপাতের দহন খুব
ছিন্নমূল পড়ে থাকি ঠিকানাহীন
ওখানেও সুখের ফোয়ারা বেগবান
যাযাবর এক দারুণ বর্ণহীন!

কে দেবে ঠাঁই অতটুকুই চাই
ভালোবাসায় কোন বাঁধন নাই!