বাইডেন এর বিজয় ও ভারত- মার্কিন সম্পর্ক

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

বাইডেন এর বিজয় ও ভারত- মার্কিন সম্পর্ক

আহদার সামসাদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারত- মার্কিন সম্পর্কে প্রভাব পড়বে কি না এ নিয়ে অনেকেই ভাবছেন । তবে এর ই মধ্যে জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে বাইডেনের উদ্দেশে মোদি বলেন, এবার আমি চাইব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে।’

নরেন্দ্র মোদি বলেন, অসাধারণ জয়ের জন্য বাইডেনকে অনেক অভিনন্দন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো মজবুত করতে আপনি অভাবনীয় অবদান রেখেছেন। এবার আশা রাখব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ক আরো উন্নত হবে।’

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ২৭০টির বেশি ইলেকটোরাল ভোটে জয়ী হয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি এ বছর যত ভোট পেয়েছেন, তা এর আগে কোনো প্রেসিডেন্ট পাননি।

জো বাইডেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করে এবার ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান ও একই সঙ্গে প্রথম এশীয় আমেরিকান হিসেবে তিনি এই পদে আসীন হতে চলেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31