বিদ্যুতের উৎপাদন প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৮

বিদ্যুতের উৎপাদন প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবির জনসংযোগ শাখার পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকদিন ধরে বিদ্যুতের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছিল। আজ সন্ধ্যায় তা ১০ হাজার মেগাওয়াটের ঘর স্পর্শ করল।

এসময় বিদ্যুতের চাহিদাও ছিল ১০ হাজার মেগাওয়াট।

সন্ধ্যায় বিদ্যুতের রেকর্ড উৎপাদন হলেও তীব্র গরমের মধ্যে দুপুরে রাজধানী ঢাকার কয়েকটি স্থানে বিদ্যুৎ ছিল না কিছু সময়ের জন্য।

এবিষয়ে সাইফুল বলেন, সকালে বিদ্যুত চলে যাওয়ার ঘটনা লোড শেডিংয়ের কারণে হতে পারে। আবার কারিগরি সমস্যার কারণেও অনেক সময় বিদ্যুৎ সাময়িক সময়ের জন্য চলে যায়।

তবে সোমবার দুপুর ২টায় যখন ৯ হাজার ৯৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল, তখন দেশের কোথাও লোড শেডিং হয়নি বলে পিজিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১০ হাজার মেগাওয়াট ছাড়ানোর আগে গত ১৫ মার্চ বিদ্যুতের উৎপাদন ৯ হাজার ৭১৫ মেগাওয়াটে উন্নীত হয়। এর পর থেকে প্রতিদিনই উপাদন একটু একটু করে বাড়ছিল।

এর আগে ২০১৭ সালের ২৮ মে রাত ১০টায় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের ৯ হাজার ৪৭১ মেগাওয়াট ছুঁয়েছিল।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ২৭টি থেকে বেড়ে হয়েছে ১০৮টি। উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বেড়ে ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট হয়েছে।

আগে দেশের মোট জনসংখ্যার ৪৭ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল । এখন তা বেড়ে ৮০ শতাংশ হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031