বি.জে.এম.সি‘র দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানব প্রাচীর করবে বাম জোট

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

বি.জে.এম.সি‘র দুর্নীতিবাজদের  বিচারের দাবিতে  মানব প্রাচীর করবে বাম  জোট

বি.জে.এম.সি‘র দুর্নীতিবাজদের অপসারন ও বিচারের দাবিতে আগামী ২০ জুলাই গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানব প্রাচীর করবে বাম গণতান্ত্রিক জোট । জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এই কর্মসূচি নেয়া হয় । গতকাল অনলাইনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, বাসদ (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের কমরড হামিদুল হক, বাসদের কমরেড রাজেকুজ্জামান রতন, সিপিবি‘র আব্দুল্লাহ কাফি রতন, বাসদ (মার্কসবাদী) র মানস নন্দি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার ও গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া প্রমুখ।
সভায় এক প্রস্তাবে সরকারের দুর্নীতি-লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের উপর চাপিয়ে লোকসানের অজুহাতে রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালু রাখা, লোকসানের জন্য প্রকৃত দায়ি মন্ত্রনালয় ও বি.জে.এম.সি‘র দুর্নীতিবাজদের অপসরন ও বিচারের দাবিতে আগামী ২০ জুলাই ২০২০ গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানব প্রাচীর; ১৩ জুলাই ২০২০ ঢাকা থেকে ডেমরা লতিফ বাওয়ানী পর্যন্ত পদযাত্রা এবং খুলনা ও চট্টগ্রামে শ্রমিক জনসভা অনুষ্ঠানের কর্মসূচী ঘোষণা করা হয়। এ সকল কর্মসূচী সফল করার জন্য দেশের সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী, শ্রেনী পেশার গণসংগঠনসহ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে যার যার অবস্থান থেকে নিজ নিজ ব্যানার-ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করে পাট, পাটচাষী ও পাটশিল্প রক্ষার আন্দোলন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930